For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঞ্জাবকে ভয়াবহ বিস্ফোরণের লক্ষ্যে জঙ্গিদের গোপন ব্লুপ্রিন্ট ফাঁস! হদিশ মিলল অবৈধ টাকার যোগানেরও

পাঞ্জাবের মোহালি বিমানবন্দরে দুই সন্দেহভাজন ঘোরাফেরা করছে খবর পেয়ে গিয়েছিল প্রশাসন। আর সেই সূত্র ধরেই , বিমানবন্দরে গিয়ে গত সপ্তাহে গ্রেফতার করা হয় ২৩ বছরের লখবিন্দর সিং ও ৩৩ বছরের সুখবিন্দর কৌরকে।

  • |
Google Oneindia Bengali News

পাঞ্জাবের মোহালি বিমানবন্দরে দুই সন্দেহভাজন ঘোরাফেরা করছে খবর পেয়ে গিয়েছিল প্রশাসন। আর সেই সূত্র ধরেই , বিমানবন্দরে গিয়ে গত সপ্তাহে গ্রেফতার করা হয় ২৩ বছরের লখবিন্দর সিং ও ৩৩ বছরের সুখবিন্দর কৌরকে। এরপর ধৃতদের জিজ্ঞাসাবাদের পর থেকেই মিলেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

পাঞ্জাবে বিস্ফোরণের ছক!

পাঞ্জাবে বিস্ফোরণের ছক!

সুখবিন্দর ও লখবিন্দর পুলিশি জেরার মুখে জানিয়েছে, বিশাল পরিমাণ গ্রেনেডের জন্য তারা অপেক্ষা করছিল। এই গ্রেনেড বাইরে থেকে আসবার কথা ছিল তাদের কাছে।আর সেই গ্রেনেড বিমানবন্দরের পথেই ঢোকবার কথা ছিল পাঞ্জাবে। সেকারণেই তারা মোহালি বিমানবন্দরে অপেক্ষা করছিল বলে জানিয়ে দুই ধৃত।

দিল্লি বিমানবন্দরে আরডিএক্স ও মোহালির ধরপাকড়

দিল্লি বিমানবন্দরে আরডিএক্স ও মোহালির ধরপাকড়

প্রসঙ্গত, কয়েকদিন আগেই মধ্যরাতে দিল্লি বিমানবন্দরে মিলেছিল আরডিএক্স। একটি পরিত্যক্ত ব্যাগে সেটি রাখা হয়েছিল। এরপর মোহালি বিমানবন্দরের পথে গ্রেনেড ঢোকবার ব্লু প্রিন্টের কথা শুনে রীতিমতো কপালে ভাঁজ পড়েছে প্রশাসনের।

 বাইরে থেকে আসছে টাকা

বাইরে থেকে আসছে টাকা

জেরার মুখে ওই দুই ধৃত জানিয়ে দিয়েছে যে মোহালি বিমানবন্দর থেকে শুধুমাত্র গ্রেনেডই নিয়ে যাওয়ার কথা ছিল না তাদের। সঙ্গে বাইরে থেকে আসছিল প্রচুর পরিমাণ টাকা। যা দিয়ে অ্স্ত্র কেনবার পরিকল্পনা ছিল তাদের। আর এই নির্দেশ তারা আগে থেকেই পেয়েছিল। গোটা পরিস্থিতি নিয়ে তদন্ত আরও অগ্রসর করছে পাঞ্জাব পুলিশ।

 পাঞ্জাবে জঙ্গি হানার আশঙ্কা

পাঞ্জাবে জঙ্গি হানার আশঙ্কা

পাঞ্জাব পুলিশের স্পেশ্যাল সেলের কাছে খবর রয়েছে যে যে গ্রেনেড আসার কথা ছিল পাঞ্জাবে, তার খানিকটা অংশ অন্য কোথাও হামলর জন্য ব্যবহার হওয়ার কথা ছিল। তবে আগে থেকেই প্রশাসনের কাছে খবর ছিল যে , পাঞ্জাবে কোনও বড়সড় জঙ্গি হামলার হতে পারে।

কর্ডন সার্চ চলেছে পাঞ্জাবে

কর্ডন সার্চ চলেছে পাঞ্জাবে

পাঞ্জাব জুড়ে জঙ্গি হানার খবরে গত সপ্তাহেই পাঠানকোট ও গুরুদাসপুরে পুলিশের ব্যাপক তল্লাশি চলেছে। গোটা পাঞ্জাবে ৫০০০ জন নিরাপত্তা বাহিনীর জওয়ান এই তল্লাশিতে অংশ নেন। এর আগে পাকিস্তানি ড্রোন বিএসএফ এর এলাকাতে ঢোকবার পরই এমন পদক্ষেপ নেওয়া হয়।

প্রতীকী ছবি

চিনের আগ্রাসন নেপালের মাটিতে! বিক্ষোভে উত্তাল ভারতের প্রতিবেশী দেশচিনের আগ্রাসন নেপালের মাটিতে! বিক্ষোভে উত্তাল ভারতের প্রতিবেশী দেশ

English summary
2 arrested terrorist reveals secret terror plot for Punjab.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X