For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক লক্ষ নকল হ্যান্ড স্যানিটাইজারের বোতল উদ্ধার

এক লক্ষ নকল হ্যান্ড স্যানিটাইজারের বোতল উদ্ধার

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের দাপটে স্যানিটাইজারের চাহিদা এখন তুঙ্গে। স্যানিটাইজারকে ইতিমধ্যেই অত্যাবশ্যকীয় সামগ্রি হিসেবে ঘোষণা করেছে মোদী সরকার। কোনওরকম কালোবাজারি করলে কড়া শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছে। সাত বছরের কারাদণ্ডও হতে পারে। এরই মধ্যে আবার হায়দরাবাদে উদ্ধার হয়েছে ১ লাখ টাকার নকল স্যানিটাইজার।

নকল স্যানিটাইজার উদ্ধার

নকল স্যানিটাইজার উদ্ধার

হায়দরাবাদ থেকে ১ লাখ নকল স্যানিটাইজার উদ্ধার করেছে পুলিস। চারালপল্লি নামক এলাকায় অভিযান চালিয়ে জাল স্যানিটাজার তৈরির চক্র ফাঁস করে পুলিস। ১০০ এমএল-র প্রায় ২৫০০০ ইউনিট নকল স্যানিটাইজার উদ্ধার করা হয়েছে। এছাড়াও উদ্ধার করা হয়েছে ৪০ লক্ষ টাকার কাঁচামাল। এক লাখ নকল স্যানিটাইজারের বোতল উদ্ধার হয়েছে যার দাম প্রায় ১,৪৪,০০,০০০ টাকা।

তেলঙ্গানায় স্যানিটাইজার মাস্ক সংকট

তেলঙ্গানায় স্যানিটাইজার মাস্ক সংকট

কোভিড-১৯-র সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে তেলঙ্গানা জুড়ে স্যানিটাইজার এবং মাস্ক সংকট তৈরি হয়েছে। তারপরেই একাধিক জায়গায় অভিযান শুরু করে হায়দরাবাদ পুলিস। নকল স্যানিটাইজার চক্র চালানোর অভিযোগ দুই সংস্থার এমডিকে গ্রেফতার করেছে পুলিস। তাঁদের বিরুদ্ধে অত্যাবশ্যকীয় পণ্য আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অত্যাবশ্যকীয় সামগ্রি স্যানিটাইজার

অত্যাবশ্যকীয় সামগ্রি স্যানিটাইজার

করোনা ভাইরাস সংক্রণ ছড়িয়ে পড়তেই স্যানিটাইজার এবং মাস্ককে অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় ফেলেছে মোদী সরকার। এই দুটি সামগ্রি নিয়ে কোনও ভাবেই কালো বাজারি করা যাবে না। সুলভ মূল্যে গ্রাহকদের সরবরাহ করতে হবে বলে নির্দেশিকা জারি করেছে সরকার।

করোনা সংক্রমণ থেকে বাঁচতে হলে অসামাজিক হয়ে উঠতে হবে, বলছেন বিশেষজ্ঞরাকরোনা সংক্রমণ থেকে বাঁচতে হলে অসামাজিক হয়ে উঠতে হবে, বলছেন বিশেষজ্ঞরা

English summary
1Lakh fake sanitizer recover from Hyderabad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X