For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৯৯৩ মুম্বই বিস্ফোরণ মামলায় আজ আবু সালেমের বিরুদ্ধে সাজা ঘোষণা করবে টাডা আদালত

মুম্বই বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত ছয় জের মধ্যে মোট পাঁচ জনের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার সাজা ঘোষণা করবে মুম্বইয়ের বিশেষ টাডা আদালত।

  • |
Google Oneindia Bengali News

১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত ছয় জের মধ্যে মোট পাঁচ জনের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার সাজা ঘোষণা করবে মুম্বইয়ের বিশেষ টাডা আদালত। দোষী সাব্যস্ত আর এক অপরাধী মুস্তাফা দোসা কিছুদিন আগে মারা গিয়েছে। বাকী আবু সালেম সহ পাঁচ অপরাধীকে আজ সাজা শোনানো হবে।

১৯৯৩ মুম্বই বিস্ফোরণ মামলায় আবু সালেমের বিরুদ্ধে সাজা ঘোষণা

২৪ বছর আগে ঘটা ওই ঘটনার দিন অর্থাৎ ১২ মার্চ ১৯৯৩ সালে মুম্বইয়ে বেশ কয়েকটি জায়গায় ধারাবাহিক বিস্ফোরণ হয়। মোট ২৫৭ জন মারা যান ও ৭০০ জন আহত হন। এই ঘটনার মূল চক্রী দাউদ ইব্রাহিমকে এখনও ধরা যায়নি। সে পলাতক। তবে অন্যতম চক্রী আবু সালেমকে পর্তুগাল থেকে গ্রেফতার করা হয়। এবং সে দোষীও সাব্যস্ত হয়েছে।

মুস্তাফা দোসা মারা যাওয়ায় এদিন আবু সালেম (৪৮), তাহের মার্চেন্ট (৫৫), ফিরোজ খান (৪৭), করিমুল্লাহ খান (৫৫)-কে অপরাধমূলক ষড়যন্ত্র, খুন, সন্ত্রাসবাদের ধারায় অভিযুক্ত করা হয়েছে। এর পাশাপাশি রিয়াজ সিদ্দিকি (৬৭)-কে সন্ত্রাসবাদে উৎসাহ দেওয়া সহ অন্য অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।

এর মধ্যে তাহের মার্চেন্ট, ফিরোজ খান ও করিমুল্লাহ খানের ফাঁসির সাজা চেয়েছেন সিবিআইয়ের আইনজীবী দীপক সাংভী ও সালেম ও সিদ্দিকির যাবজ্জীবনের সাজা চাওয়া হয়েছে। এরপরে আদালত বিচার করে সাজা শোনাবে।

English summary
1993 Mumbai blasts judgement to be delivered against convicted Abu salem and others
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X