For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'২৫ নভেম্বর প্রয়োজনে অযোধ্যায় ১৯৯২ সালের পুনরাবৃত্তি হবে' মন্তব্য বিজেপি বিধায়কের

বিজেপি নেতা সুরেন্দ্র সিং বললেন, প্রয়োজন পড়লে আগামী ২৫ নভেম্বরে অযোধ্যায় ১৯৯২ সালের ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হবে।

  • |
Google Oneindia Bengali News

সর্বদা বিতর্কিত মন্তব্য করতে এক পা এগিয়ে রাখেন তিনি। ভালো করে বললে, মুখ খুললেই বিতর্ক বাঁধান উত্তরপ্রদেশের বিজেপি নেতা তথা বিধায়ক সুরেন্দ্র সিং। এই যেমন নতুন মন্তব্যে বিতর্ক বাঁধালেন তিনি। বললেন, প্রয়োজন পড়লে আগামী রবিবার অর্থাৎ ২৫ নভেম্বরে অযোধ্যায় ১৯৯২ সালের ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হবে।

২৫ নভেম্বর প্রয়োজনে অযোধ্যায় ১৯৯২ সালের পুনরাবৃত্তি হবে মন্তব্য বিজেপি বিধায়কের

বালিয়া জেলার এই বিধায়ক ১৯৯২ সালে অযোধ্যায় বিতর্কিত জমিতে কর সেবকদের হাতে ধ্বংস হওয়া বাবরি মসজিদ প্রসঙ্গ টেনে এনেছেন।

[আরও পড়ুন:রাজস্থানে ১১ বিধায়ককে সাসপেন্ড, পরপর ধাক্কায় বেসামাল বিজেপি শিবির][আরও পড়ুন:রাজস্থানে ১১ বিধায়ককে সাসপেন্ড, পরপর ধাক্কায় বেসামাল বিজেপি শিবির]

সুরেন্দ্র সিং বলেছেন, পরিস্থিতি বদলে গেলে আমরা আইন নিজেদের হাতে নিয়ে নেব। যাতে এই জায়গাতেই রাম মন্দির হয় তা নিশ্চিত করব। তাঁক কথায়, আইন, সংবিধান মেনে রাম মন্দির হবে। অথবা অন্য যেকোনও উপায় অবলম্বন করতে হবে।

[আরও পড়ুন:বিজেপি গড় বাঁচাতে এবার নামছেন মোদী, রাজস্থান ও মধ্যপ্রদেশে প্রচারের ঝড় তুলবে গেরুয়া শিবির][আরও পড়ুন:বিজেপি গড় বাঁচাতে এবার নামছেন মোদী, রাজস্থান ও মধ্যপ্রদেশে প্রচারের ঝড় তুলবে গেরুয়া শিবির]

ঘটনা হল, ২৫ নভেম্বর অযোধ্যায় ধর্ম সভার আয়োজন করা হয়েছে। সেই সভায় থাকবে বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বজরং দল, হিন্দু যুব বাহিনীর মতো হিন্দুত্ববাদী সংগঠনের নেতা-কর্মীরা। সেখানেই ফের একবার আগেভাগে রাম মন্দির তৈরির জন্য জোরালো দাবি জানানো হবে।

English summary
1992 will be repeated at Ayodhya if situation warrants, warns BJP MLA Surendra Singh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X