For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঙ্গিদের নিশানায় স্কুল, জম্মু ও কাশ্মীরে ফিরে এলে নয়ের দশক!

লস্করের হুরিয়ার পোস্টারে বলা হয়েছে ব্যাঙ্কগুলি বিকেল ৫টার পরেই কাজ শুরু করতে পারবে। এই ধরণের পরিস্থিতি শেষ দেখা গিয়েছিল ১৯৯০ সালে যখন জঙ্গিহানা চরমে উঠেছিল। ফের সেই পরিস্থিতিই যেন ফিরে এসেছে উপত্যকায়।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

জঙ্গি গোষ্ঠীগুলির জন্য স্কুল ও ব্যাঙ্ক সবচেয়ে সোজা ও পছন্দের টার্গেট হয়ে দাঁড়িয়েছে। লস্কর-ই-তৈবা স্কুল-কলেজ ও ব্যাঙ্কে হামলার দায় স্বীকার করতেও পিছপা হচ্ছে না।

লস্করের হুরিয়ার পোস্টারে বলা হয়েছে ব্যাঙ্কগুলি বিকেল ৫ টার পরেই কাজ শুরু করতে পারবে। এই ধরণের পরিস্থিতি শেষ দেখা গিয়েছিল ১৯৯০ সালে যখন জঙ্গিহানা চরমে উঠেছিল। ফের সেই পরিস্থিতিই যেন ফিরে এসেছে উপত্যকায়।

জঙ্গিদের নিশানায় স্কুল, জম্মু ও কাশ্মীরে ফিরে এলে নয়ের দশক!

কাশ্মীর অশান্তির সময় ৯ জুলাই পর্যন্ত যতগুলি স্কুল জ্বালানো হয়েছে তার একটা হিসাব দিলে বিষয়টি স্পষ্ট হবে।

জুলাই ২০১৬ পর্যন্ত ২৩টি স্কুল জ্বালানো হয়েছে:

  • গত সাড়ে তিন মাসে কাশ্মীরের ১০টি জেলার অন্তত একটি করে স্কুল নয় জ্বালিয়ে দেওয়া ভস্ম করে দেওয়া হয়েছে অথবা আগুনের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে।
  • গত ৫ দিনে ৫টি স্কুল জ্বালিয়ে দেওয়া হয়েছে।
  • ১৭টি সরকারি নিম্ন, মধ্য ও উচ্চ মাধ্যমিক স্কুল কাশ্মীরের অশান্তির সময় রহস্যজনকভাবে জ্বালিয়ে দেওয়া হয়।
  • কাশ্মীরের দুটি জনপ্রিয় বেসরকারি স্কুল আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
  • অনন্তবাগে গত মাসে ওয়াকঅফ বোর্ডের একটি হাইস্কুল এবং ঐতিহ্যবাগী হানফিয়া স্কুল জ্বালিয়ে দেওয়া হয়।
  • ওয়াকঅফ বোর্ড চালিত কয়েকটি স্কুল যেখানকার ছাত্র ছিলেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির বাবা প্রয়াত মুফতি মহম্মদ সঈদ এবং এনসি মির্জা অফজাল বেগ ছিলেন। এই স্কুলগুলির মধ্যে ৭টি স্কুল আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে আর ১০টি স্কুল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
  • দক্ষিণ কাশ্মীরের কুলগামে সবচেয়ে খারাপ পরিস্থিতি, পাঁচটি স্কুল নয় পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে, নয়তো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
  • মধ্য কাশ্মীরের ৩টি স্কুল জ্বালিয়ে দেওয়া হয়েছে।
  • এই সবকটি ঘটনাতেই পুলিশ মামলা দায়ের করেছে তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়ন।

১৯৯০ সালের আতঙ্ক ফিরে এল কাশ্মীরে?

১৯৯০ সালে প্রায় ৫০০০টি স্কুল ধ্বংস করে দিয়েছিল সন্ত্রাসবাদীরা। শিশুদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল স্কুলে পৌঁছনো। বিভিন্ন সময় পড়ুয়া ও শিক্ষকদের জোর করে ক্লাসরুম থেকে বের করে এনে স্কুলে আগুন ধরিয়ে দেওয়া হত।

বছরের পর বছর লেগে গিয়েছে এই স্কুলগুলিকে আবার নতুন করে তৈরি করতে। কিন্তু সেই প্রচেষ্টাও ফের বিফলে যেতে বসেছে। কারণ আজ আরও একবার সেই একই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে কাশ্মীরকে।

১৯৯০ সালের কিছু ঘটনার ক্রমসূচী

১০ মে , ১৯৮৯ - লাল চক, শ্রীনগর
বিস্কো মেমোরিয়াল স্কুলে ভয়াবহ বিস্ফোরক ডিভাইস রাখা হয়েছিল। বিস্ফোরণের ফলে স্কুলের বিল্ডিং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

১৭ মার্চ, ১৯৯০ - সোনাওয়ার, শ্রীনগর
বার্ন হল্ট স্কুল জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

২৩ মে, ১৯৯০ - লাল চক, শ্রীনগর
বিসকো মেমোরিয়াল স্কুলে ভয়াবহ বিস্ফোরক ডিভাইস রাখা হয়েছিল।

১১ নভেম্বর, ১৯৯০ - লাল চক, শ্রীনগর
ফের একবার বিস্কো মেমোরিয়াল স্কুলকে টার্গেট করা হয়। স্কুলচত্ত্বরেই বিস্ফোরণ ঘটানো হয়।

২৩ ফেব্রুয়ারি, ১৯৯১ - লাল চক, শ্রীনগর
মিস মেলানসোস গার্লস স্কুলে বিস্ফোরণ ঘটানো হয়েছিল।

৫ জুলাই, ১৯৯২ - লাল চক, শ্রীনগর
ফের ফের একবার বিস্কো মেমোরিয়াল স্কুলে বিস্ফোরণ হয়।

২৪ জুলাই, ১৯৯৩ - লাল চক, শ্রীনগর
জঙ্গিরা বিস্কো মেমোরিয়াল স্কুলের হোস্টেলে আগুন জ্বালিয়ে দেয়।

English summary
1990s are back in J&K as terrorists go on rampage targeting schools
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X