For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেত্রীর গাড়িকে ওভারটেক করায় ১৯ বছরের তরুণকে গুলি করে হত্যা বিহারে!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

গয়া, ৮ মে : অন্যায় ছিল একটাই। পরিণতি কী হতে পারে না জেনেই সংযুক্ত জনতা দলের নেত্রীর এসইউভি গাড়িকে ওভারটেক করেছিল ১৯ বছরের এক তরুণ। আর তারই খেসারত প্রাণ দিয়ে দিতে হল ওই তরুণকে। গুলি করে হত্যা করা হল ১৯ বছরের ছেলেটিকে।

ঘটনাটি শনিবার ঘটেছে বিহারের গয়ায়। শিল্পপতি ছেলে ১৯ বছরের আদিত্য সচদেব। নিের সুইফট গাড়িতে করে বন্ধুদের সঙ্গে যাচ্ছিল আদিত্য। গাড়ি চালাতে চালাতে মনোরমা দেবীর পরিবারের রেঞ্জ রোভার গাড়িটি ওভারটেক করে যায় আদিত্য। গাড়িতে ছিল মনোরমা দেবীর ছেলে রকি ও তার বিহার পুলিশের নিরাপত্তারক্ষী।

নেত্রীর গাড়িকে ওভারটেক করায় ১৯ বছরের তরুণকে গুলি করে হত্যা বিহারে!

আদিত্যর বন্ধু যে সুইফটে আদিত্যার সঙ্গেই ছিল, এবং এই ঘটনার প্রত্যক্ষদর্শী, সে পুলিশকে জানিয়েছে, তাদের গাড়ি এসইউভি-টিকে ওভারটেক করতেই রকি ও তার নিরাপত্তাকর্মী তাদের থামানোর জন্য শূন্যে গুলি চালাতে থাকে।

আদিত্যর ওই বন্ধু জানিয়েছে, তারা বোধগয়া থেকে ফিরছিল। তাঁর কথায়, "ওরা গুলি চালাতে শুরু করায় আমরা গাড়ি থামাই। তারপরই ওরা আমাদের উপর চড়াও হয়। গাড়ি থেকে বের করে এনে ঘুষি, লাথি মারতে শুরু করে। আমরা ওখান থেকে পালাতে গেলে কেউ একজন গুলি চালায় এবং আদিত্যর গায়ে সেই গুলি লাগে।"

মনোরমা দেবী কাউন্সিলর। তার স্বামী বিন্দি যাদব এলাকার কুখ্যাত প্রভাবশালী। এই ঘটনার পর থেকেই রকি পলাতক। এই ঘটনায় পুলিশ গয়া থেকে বিন্দি যাদব ও নিরাপত্তাকর্মী রাজেশ যাদব, যে ঘটনার সময় রকির গাড়িতে রকির সঙ্গে ছিল , দুজনকেই আটক করেছে। পরে নিরাপত্তাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

বিন্দি যাদব অবশ্য জানিয়েছেন। "দুই পক্ষের বচসা হয়। তখন রকি তাঁর লাইসেন্স থাকা পিস্তল বের করে আত্মরক্ষার জন্য। ভুলবশত এই ঘটনা (তরুণ হত্যা) ঘটেছে। আমরা আইন-কানুনের সম্মান করি। যা হবে আইনি প্রক্রিয়াতেই হবে। "

আদিত্য এবছরই নিজের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছিল।

English summary
19-Year-Old Shot Dead In Bihar Allegedly For Overtaking Politician's SUV
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X