For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৮০ বছর পুরনো অসমের চা বাগানে মহিলা হিসাবে 'ইতিহাস' গড়লেন মঞ্জু বড়ুয়া

মঞ্জু বড়ুয়া এই মুহূর্তে অসমের চা বাগানের অন্যতম এক নাম। যে নাম এই ১৮০ বছরের পুরনো চা বাগানে লিখে ফেলেছে এক নতুন যুগের ইতিহাস।

  • |
Google Oneindia Bengali News

মঞ্জু বড়ুয়া এই মুহূর্তে অসমের চা বাগানের অন্যতম এক নাম। যে নাম এই ১৮০ বছরের পুরনো চা বাগানে লিখে ফেলেছে এক নতুন যুগের ইতিহাস। ব্রিটিশ শাসনকাল থেকেই এই চাবাগানের ইতিহাসে ম্যানেজার হিসাবে উঠে এসেছে একাধিক পুরুষের নাম। এবার সেই পরম্পরা পাল্টে অসমের চাবাগান ইন্ডাস্ট্রিতে প্রথম মহিলা ম্যানেজার হিসাবে উঠে এলেন মঞ্জু বড়ুয়া।

১৮০ বছর পুরনো অসমের চা বাগানে মহিলা হিসাবে ইতিহাস গড়লেন মঞ্জু বড়ুয়া

৪৩ বছরের মঞ্জু বড়ুয়া অসমের ডিব্রুগড়ের 'এপিজে টি হিলিকা টি এস্টেটের' ম্যানেজার। উত্তর অসমের যে বাংলোতে মঞ্জু এখন থাকছেন, সেই বাংলোতে ব্রিটিশ আমল থেকেই কোনও না কোনও 'বড় সাহেব' এসে বাস করেছেন। এই প্রথম সেখানে কোনও 'ম্যাডাম' এলেন! এমবি এ স্নাতক মঞ্জু দুই সন্তানের মা। ফলে ঘরে-বাইরে যে তাঁর সমান দাপট তা বলাই বাহুল্য!

শখ বলতে মঞ্জুর প্রথম পছন্দ বাইক। বাইকের অ্যাডভেঞ্চার মঞ্জু র অন্যতম নেশা। তবে আপাতত, বাড়ি আর ম্যানেজারের গুরুদায়িত্ব পালনেই নিজের বেশিরভাগ সময় দিচ্ছেন মঞ্জু।

English summary
180-Year-Old Assam Tea Industry Gets Its First Woman Garden Manager.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X