For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেলে অন্তর্ঘাত ! চাঞ্চল্যকর তথ্য পেশ সুরেশ প্রভুর

২০১৭ সালে ৪০ দিনের মধ্যেই ভারতীয় রেলে প্রায় ১৮ টি অন্তর্ঘাতের ঘটনা ঘটেছে । সংসদে এমনই তথ্য প্রকাশ করলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু।

  • |
Google Oneindia Bengali News

নায়দিল্লি, ৯ ফেব্রুয়ারি : ২০১৭ সালে ৪০ দিনের মধ্যেই ভারতীয় রেলে প্রায় ১৮ টি অন্তর্ঘাতের ঘটনা ঘটেছে । এর মধ্যে রেললাইনে বিস্ফোরণের মতো ঘটনাও রয়েছে। সংসদে এমনই তথ্য প্রকাশ করলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। বছর শুরুর প্রথম ৪০ দিনের মধ্যেই এই রকমের তথ্যে যাত্রী নিরাপত্তা নিয়ে চিন্তিত রেলমন্ত্রক ।

লোকসভার অধিবেশনে কেন্দ্রীয় রেলমন্ত্রী জানান, বারা বার ভারতীয় রেলের যাত্রাপথে কোথাও বোল্ডার কোথাও পাথরের চাঁই রেখে অন্তর্ঘাতের চেষ্টা চালানো হয়েছে। এধরনের অভিযোগ সারা দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে। মুম্বই, ওয়াল্টেয়ার, মালদা, লখনউ ডিভিশন থেকে বহুবার এধরনের ঘটনার রিপোর্ট পেয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রক।

রেল-এ অন্তর্ঘাত : চাঞ্চল্যকর তথ্য পেশ সুরেশ প্রভুর

সারাদেশ জুড়ে একাধিকবার রেল দুর্ঘটনা ঘটাবার চেষ্টা করেও তা সফল হয়নি রেলমন্ত্রকের কর্মীদের তৎপরতায়। এমনটাই দাবি করেন সুরেশ প্রভু। বেশ কিছু ঘটনা সামনে আসার পর , নিরাপত্তা আরও জোরালো করা হয়েছে রেলমন্ত্রকের তরফে। এছাড়াও রেলের তরফের টহলদারী বাড়ানো হয়েছে, বলে সংসদে জানান কেন্দ্রীয় রেলমন্ত্রী।

মানুষের দ্বারা ঘটে যাওয়া এই অন্তর্ঘাতের ঘটনাকে মোটেও সহজভাবে দেখছেনা কেন্দ্রীয় সরকার। রেল ট্র্যাকে গোলমাল থেকে শুরু করে ফিশপ্লেট খুলে নেওয়ার মতো একাধিক ঘটনায় বিচলিত সরকার। প্রসঙ্গত দেশের ৬টি রেল দুর্ঘটনায় বার বার পাক গোয়েন্দা সংস্থা আইএসআই -এর হাত থাকার ইঙ্গিত মিলেছে তদন্তে। তারপরই রেলমন্ত্রীর এধরনের তথ্যপ্রকাশ উদ্বেগজনক বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

English summary
18 sabotage attempts on Indian Railways in 40 days: Suresh Prabhu expresses serious concern.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X