For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোক্ষম আঘাতটা দিল বিজেপির জোট-সঙ্গীই, আস্থা ভোটে মোদীর প্রতি চূড়ান্ত ‘অনাস্থা’

প্রশ্নটা প্রথম থেকেই ছিল, সেই আশঙ্কাই সত্যি হল। বিজেপির দীর্ঘদিনের জোটসঙ্গী শিবসেনা আস্থা ভোটে অংশ নিচ্ছে না। অনাস্থা নিয়ে আলোচনা শুরুর আগেই বিজেপি শিবিরে বড় ধাক্কা নেমে এল।

Google Oneindia Bengali News

প্রশ্নটা প্রথম থেকেই ছিল, সেই আশঙ্কাই সত্যি হল। বিজেপির দীর্ঘদিনের জোটসঙ্গী শিবসেনা আস্থা ভোটে অংশ নিচ্ছে না। অনাস্থা নিয়ে আলোচনা শুরুর আগেই বিজেপি শিবিরে বড় ধাক্কা নেমে এল। শিবসেনার অনুপস্থিতিতে অঙ্কে হয়তো সেভাবে বদল ঘটবে না বা জয়-পরাজয় নির্ধারিত করহে না, কিন্তু এই সিদ্ধান্ত বিজেপি শিবিরে বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

মোক্ষম আঘাতটা দিল বিজেপির জোট-সঙ্গীই, আস্থা ভোটে মোদীর প্রতি চূড়ান্ত ‘অনাস্থা’

আস্থাভোটের আগের দিনই বিক্ষুব্ধ শরিকদের কাছেও ফোন গিয়েছিল বিজেপি সভাপতি অমিত শাহের। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বৃহস্পতিবার ফোনে কথা হয় তাঁর। উদ্ধব আস্থাভোটে বিজেপিকেই সমর্থন করার আশ্বাস দিয়েছেন বলে দাবি করেছিলেন অমিত শাহ। কিন্তু শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলছেন, 'আগামীকালই জানতে পারবেন আমরা কোনদিকে আছি'।

সাংসদের সেই কথারই ঝলক দেখা গেল শনিবার লোকসভার অধিবেশনের প্রাক্কালেই। শিবসেনার ১৮ সাংসদ ভোটদানে বিরত থাকেবন বলে জানিয়ে দেওয়া হল। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকেরও পর জল গলেনি। বিজেপির বিক্ষুব্ধ সঙ্গী শিবসেনা তাঁদের 'অনাস্থা' জানিয়েই দিল। বিজেপি হয়তো আস্থা ভোটে জয়ী হবে, কিন্তু ২০১৯-এর আগে তাঁদের এই ক্ষত রয়েই যাবে।

এমনিতে সংখ্যার বিচারে বিজেপি নিজের সাংসদদের সবাইকে লোকসভায় হাজির করাতে পারলেই আস্থাভোটে হাসতে হাসতে জয়লাভ করবে। কিন্তু এই আস্থা ভোটে, মোদী সরকার থাকবে না যাবে সেটা মুখ্য বিষয় নয়। এই আস্থাভোটে একইসঙ্গে এনডিএ-র ঐক্য ও ক্ষমতা প্রদর্শন ও বিরোধী শিবিরের ফাঁকফোঁকর ফাঁস করতে চাইছে বিজেপি। কিন্তু তা করতে গিয়ে নিজেদের অসহায়তা প্রকাশ হয়ে গেলেই মুশকিল।

[আরও পড়ুন: অনাস্থা-যুদ্ধ জয়ে বিজেপি-র রণনীতি কী! বিরোধীদের ছারখার করতে কোন পথে মোদী ব্রিগেড ][আরও পড়ুন: অনাস্থা-যুদ্ধ জয়ে বিজেপি-র রণনীতি কী! বিরোধীদের ছারখার করতে কোন পথে মোদী ব্রিগেড ]

শিবসেনা সাংসদ সঞ্জয় রাউথ বলেছিলেন, আমরা উদ্ধবজির সঙ্গে আলোচনা করে শুক্রবার সকালে জানাব আমাদের সিদ্ধান্ত। সেইমতো শুক্রবার সকালেই চুড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় শিবসেনার তরফে। শিবসেনার অনেক নেতাই মনে করেন শরিকদের যতেষ্ট সম্মান দেয় না বিজেপি। এই সুযোগে সেই অসন্তোষ কাজে লাগালেন তাঁরা। এবং শিবসেনা তা করল সম্মিলিতভাবেই। ১৮জনই অনুপস্থিত থাকার ব্যাপারে এককাট্টা বলে জানিয়ে দেওয়া হল শিবসেনার পক্ষ থেকে

[আরও পড়ুন:সংসদে অনাস্থা প্রস্তাব! আজ কি ফলে যাবে রাহুলের ভবিষ্যদ্বাণী, উঠছে নানা প্রশ্ন][আরও পড়ুন:সংসদে অনাস্থা প্রস্তাব! আজ কি ফলে যাবে রাহুলের ভবিষ্যদ্বাণী, উঠছে নানা প্রশ্ন]

English summary
18 MPs of BJP ally Shiv Sena do not participate in confidence vote. Shiv Sena informs no confidence to Narendr Modi government in this method,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X