For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের গণহিংসা, চেন্নাইয়ে নাবালিকা ধর্ষণের ঘটনায় আটকদের পেটালো আইনজীবীরাই, দেখুন ভিডিও

চেন্নাইয়ে ৬ মাস ধরে এক ১১ বছর বয়সী নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে আটক হওয়া ১৮ জনকে গণপ্রহার করলো আইনজীবীরা।

Google Oneindia Bengali News

মঙ্গলবার সকালেই চেন্নাইয়ের একটি বর্বরোচিত নাবালিকা ধর্ষণের ঘটনার কথা জানা গিয়েছে। ১১ বছরের বধির এক কিশোরীকে গত ৬ মাস ধরে ক্রমাগত ধর্ষণ করার অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন তাদের আদালতে হাতের কাছে পেয়ে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে পেটালেন খোদ আইনজীবীরা!

ধর্ষণে আটকদের ফেলে পেটালো আইনজীবীরাই

এদিনই সুপ্রিম কোর্ট এক শুনানির পর্যবেক্ষণে জানিয়েছে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারোর নেই। গণহিংসা মেনে নেওয়া হবে না। আর সেদিনই দেশের আরেক প্রান্তে ক্যামেরায় ধরা পড়ল আইনজীবীরা আইনের কথা ভুলে নিজেরাই বিচারক, নিজেরাই জল্লাদ হয়ে উঠলেন। চেন্নাইয়ের নক্কারজনক ঘটনা জানাজানি হওয়ার পর সারা দেশেই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কিন্তু, আইনজীবীরা কীকরে এরকম প্রহারক ভূমিকা নিলেন তা নিয়ে প্রশ্ন উঠছেই।

ঘটনায় দেখা যাচ্ছে আদালত ভবনের সিঁড়িতে অভিযুক্তদের পেয়ে একদল আইনজীবী তাদের মাটিতে ফেলে বেদম প্রহার করতে শুরু করেন। আতঙ্কে চিৎকার করে ওঠে অভিযুক্তরা। তাদের চিৎকারে ছুটে আসেন পুলিশকর্মীরা। তারাই মারমুখী আইনজীবীদের হাত থেকে রক্ষা করেন অভিযুক্তদের।

দেশে একের পর এক গণহিংসার শিকার হচ্ছেন নিরপরাধ মানুষ। সেই প্রেক্ষাপটে আদালতের চত্ত্বরে, আইনজীবীদের নিজেদের হাতে আইন তুলে নেওয়ার এই দৃশ্য, খুব একটা ভাল বিজ্ঞাপন হয়ে থাকল না। সুপ্রিম কোর্ট বলেছে গণহিংসা বিষয়ে নয়া আইন প্রণয়নের কথা। এই আইনজীবীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটাই দেখার।

English summary
18 men who detained in the alleged rape of an 11-year-old girl over 6 months in Chennai get thrashed by lawyers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X