For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ত্রিপুরায় বিজেপি ক্ষমতা দখলের পর ১৭৭জন জনপ্রতিনিধির পদত্যাগ ঘিরে প্রশ্ন

জানা গিয়েছে, ত্রিপুরায় নতুন সরকার ক্ষমতায় আসার পরে ১৭৭জন জনপ্রতিনিধি নিজেদের পদ থেকে ইস্তফা দিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

ত্রিপুরায় বামফ্রন্টকে সরিয়ে বিজেপির ক্ষমতা দখল স্মরণীয় হয়ে রয়েছে। সারা দেশের নজর ছিল উত্তর-পূর্বের এই রাজ্যের দিকে। ২৫ বছরের বাম ক্ষমতার উচ্ছেদ করে ক্ষমতায় আসার পর থেকেই অবশ্য বিতর্ক সঙ্গী হয়ে রয়েছে বিপ্লব দেবের সরকারের।

ত্রিপুরায় বিজেপি ক্ষমতা দখলের পর ১৭৭জন জনপ্রতিনিধির পদত্যাগ ঘিরে প্রশ্ন

[আরও পড়ুন:আসানসোলে ঢুকতে বাধা স্থানীয় সাংসদ বাবুলকে! পুলিশের সঙ্গে তর্কাতর্কি, ফিরতে হল লকেটকেও][আরও পড়ুন:আসানসোলে ঢুকতে বাধা স্থানীয় সাংসদ বাবুলকে! পুলিশের সঙ্গে তর্কাতর্কি, ফিরতে হল লকেটকেও]

প্রথমে লেনিনের মূর্তি ভাঙা ও নানা জায়গায় হিংসা দিয়ে শুরু হয়েছিল। এবার জানা গিয়েছে, নতুন সরকার ক্ষমতায় আসার পরে ১৭৭জন জনপ্রতিনিধি নিজেদের পদ থেকে ইস্তফা দিয়েছেন।

এই প্রসঙ্গে ত্রিপুরা বিধানসভায় প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব জানিয়েছেন, বিজেপি ও আইপিএফটি-র জোট সরকার ক্ষমতায় এলেও কোনও জনপ্রতিনিধি জোর করে ইস্তফা দিতে বাধ্য হননি।

ঘটনা হল, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের ১৬৬জন জনপ্রতিনিধি, ২জন পঞ্চায়েত সমিতির প্রতিনিধি ও ৯জন ত্রিপুরা আদিবাসী এলাকার স্বতন্ত্র জেলা পরিষদ থেকে ইস্তফা দিয়েছেন।

মুখ্যমন্ত্রী দেবের দাবি, অনেকে অসুস্থতার জন্য সরে গিয়েছেন। তবে এতজন কেন সরলেন তার সঠিক জবাব দিতে পারেননি দেব। এদিকে বিরোধী সিপিএমের দাবি, অনেক জায়গায় জোর করে পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে। পাল্টা দেব বলেছেন, কোথাও জোর করে সরকারি জমি দখল করলে বা পার্টি অফিস দখল করলে ব্যবস্থা নেওয়া হবে। আবার কোনও বিধায়ক মিথ্যা অভিযোগ করলেও ব্যবস্থা নেওয়া হবে।

[আরও পড়ুন:দেশের আইনে বিশ্বাস নেই! ধর্ষককে জনসমক্ষে গুলি করে মারার নিদান মোদীর দলের এই সাংসদের ][আরও পড়ুন:দেশের আইনে বিশ্বাস নেই! ধর্ষককে জনসমক্ষে গুলি করে মারার নিদান মোদীর দলের এই সাংসদের ]

English summary
Tripura CM Biplab Deb admitted that more than 177 public representatives resigned after BJP won state election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X