For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাসপাতাল থেকে বড় মাত্রার করোনা টিকার ডোজ নিয়ে চম্পট দিল দুষ্কৃতিরা, ভ্যাকসিনের আকাল গোটা জেলায়

হাসপাতাল থেকে বড় মাত্রার করোনা টিকার ডোজ নিয়ে চম্পট দিল দুষ্কৃতিরা, ভ্যাকসিনের আকাল গোটা জেলায়

  • |
Google Oneindia Bengali News

গোটা দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। সেই সঙ্গে রাজ্যে রাজ্যে পাল্লা দিয়ে বাড়ছে অক্সিজেন ঘাটতি। এমমকী গতকাল মধ্যপ্রদেশের একটি হাসপাতাল থেকে দিনেদুপুরে অক্সিজেন সিলিন্ডার চুরির কথাও শোনা যায় এবার অক্সিজেনের বিপুল ঘাটতির মধ্যেই ১৭১০ ডোজ করোনার ভ্যাকসিন চুরি গেল হাসপাতাল থেকে। ঘটনাটি ঘটেছে হরিয়ানার ঝিন্দ জেলার একটি হাসপাতালের পিসিসি সেন্টার থেকে। এই ঘটানক কথা চাউর হেই তীব্র চাঞ্চল্য দেথা দিয়েছে স্বাস্থ্য মহলে। ক্ষোভও প্রকাশ করছেন অনেকে।

হাসপাতাল থেকে বড় মাত্রার করোনা টিকার ডোজ নিয়ে চম্পট দিল দুষ্কৃতিরা, ভ্যাকসিনের আকাল গোটা জেলায়

ওই টিকা সেন্টারের সেন্টার ইনচার্জের অভিযোগ, করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের ১২৭০ ডোজ এবং কোভ্যাকসিনের ৪৪০ ডোজ ভ্যাকসিন চুরি গিয়েছে। বৃহস্পতিবার সকালে প্রথম ঘটনাটি লক্ষ্য করেন স্টোর রুমের সুইপার। তিনি দেখেন স্টোরের তালা ভাঙা আছে। ভিতরে ঢুকে দেখা যায় বিপুল সংখ্যক ভ্যাকসিনের ডোজ উধাও। ঘটনায় পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

অন্যদিকে প্রাথমিক পুলিশি রিপোর্ট বলছে, স্টোররুমের কাছে সিসিটিভি ক্যামেরা ছিল না, এমনকি সেখানে কোনও সুরক্ষা কর্মীও মোতায়েন ছিল না।এদিকে যে স্টোররুমে চুরি হয়েছে সেখানে অন্য ভ্যাকসিন ও অন্যান্য ওষুধ ছিল। বেশ কিছু টাকা পয়সাও ছিল। কিন্তু ভ্যাকসিন ছাড়া আর কিছুই চুরি য়ায়নি বলে খবর। এই চুরির ফলে ওই জেলায় ভ্যাকসিনের আকাল দেখা গিয়েছে। অন্যদিকে দেশের মধ্যে যে যে রাজ্যগুলির বিরুদ্ধে সবচেয়ে বেশি পরিমাণে ভ্যাকসিন নষ্ট করার অভিযোগ উঠেছে, তাতে দ্বিতীয় স্থানে রয়েছে হরিয়ানার নাম। তৃতীয় স্থানে রয়েছে পাঞ্জাব।

করোনা-বিপর্যয়ে নীরবে মানুষের সেবায় ব্রতী দেশের নয়া প্রজন্মের কয়েকজন রাজনীতিবিদ, রাখছেন অনন্য নজির করোনা-বিপর্যয়ে নীরবে মানুষের সেবায় ব্রতী দেশের নয়া প্রজন্মের কয়েকজন রাজনীতিবিদ, রাখছেন অনন্য নজির

English summary
Large doses of corona vaccine stolen from hospitals, vaccine crisis spread across the entire district
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X