For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাগে আনা যাচ্ছে না 'নীল তিমি'কে, এবার শিকার মধ্যপ্রদেশের ছাত্র

মধ্যপ্রদেশের দমোহ জেলায় এক ছাত্রের আত্মহত্যাকে ঘিরে ফের দানা বাধল নীল তিমির আতঙ্ক।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

মধ্যপ্রদেশের দমোহ জেলায় এক ছাত্রের আত্মহত্যাকে ঘিরে ফের দানা বাধল নীল তিমির আতঙ্ক। চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে ১৭ বছরের ওই ছাত্র আত্মহত্য়া করে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মৃত ছাত্রের ফোন খতিয়ে দেখছে পুলিশ।

[আরও পড়ুন: মারণ তিমির খেলায় প্রায় উন্মাদ হল ছাত্র, বাঁকুড়ার ঘটনা রাজ্য প্রশাসনের চিন্তা বাড়াতে পারে][আরও পড়ুন: মারণ তিমির খেলায় প্রায় উন্মাদ হল ছাত্র, বাঁকুড়ার ঘটনা রাজ্য প্রশাসনের চিন্তা বাড়াতে পারে]

বাগে আনা যাচ্ছে না 'নীল তিমি'কে, এবার শিকার মধ্য়প্রদেশের ছাত্র

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার থেকেই নিখোঁজ ছিল সাত্বিক পাণ্ডে নামে একাদশ শ্রেণির ওই ছাত্র। রবিবার সকালে রেললাইনের ধারে ওই ছাত্রের দেহ উদ্ধার করা হয়। এখনও পর্যন্ত ব্লু হোয়েলের কোনও প্রমাণ না পাওয়া গেলেও তার মোবাইল ফোনটি খতিয়ে দেখছে পুলিশ। সাত্বিকের পরিবার ও বন্ধু বান্ধবরা জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই মোবাইলে ফোনে বুঁদ হয়ে থাকত সাত্বিক। বাড়িতে মনমরা হয়ে থাকত, কারও সঙ্গে বিশেষ কথা বলত না। ব্লু হোয়েলের শেষ ধাপে এসেই সে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। যদি তাই হয়ে থাকে তাহলে মধ্যপ্রদেশে ব্লু হোয়েলের কবলে পড়ে এটাই প্রথম আত্মহত্যার ঘটনা।

কিছুদিন আগেই মধ্যপ্রদেশের ইন্দোরে একটি নামি স্কুলের ছাত্রকে অল্পের জন্য বাঁচানো সম্ভব হয়েছে। স্কুলের ছাদ থেকে ঝাঁপানোর ঠিক আগেই তার বন্ধু ও স্কুলের এক শিক্ষক তাকে ধরে ফেলে। এখনও কাউন্সেলিং চলছে ওই ছাত্রের। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপের পরও থামানো যাচ্ছে না এই নীল তিমির নেশাকে। গত সপ্তাহেই মাদুরাইয়ের এক ছাত্র সুইসাইড নোটে লেখে যে, এই ব্লু হোয়েল গেম কোনও খেলা নয়, বিপদ। এখানে ঢোকা যায় কিন্তু বেরনো যায় না।

English summary
Blue Whale menace unabated, now 17 year old student jumps in front of train, police suspect killer game behind his suicide.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X