For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্নাটকে মন্ত্রিসভা সম্প্রসারণ! অন্তর্ভুক্ত ১ প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ২ প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে একাই মন্ত্রিসভা চালাচ্ছিলেন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। মঙ্গলবার মন্ত্রিসভায় ১৭ জন ক্যাবিনেট মন্ত্রী শপথ নিলেন।

  • |
Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে একাই মন্ত্রিসভা চালাচ্ছিলেন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। মঙ্গলবার মন্ত্রিসভায় ১৭ জন ক্যাবিনেট মন্ত্রী শপথ নিলেন। তালিকায় রয়েছেন ১ প্রাক্তন মুখ্যমন্ত্রী, ২ প্রাক্তন উপমুখ্যমন্ত্রীও। মন্ত্রিসভার ১৭ জন সদস্যের ১৫ জন বিধানসভা এবং একজন বিধান পরিষদের সদস্য। এছাড়াও নির্বাচিত নন এমন একজনও এদিন শপথ নিয়েছেন।

কর্নাটকে মন্ত্রিসভা সম্প্রসারণ! অন্তর্ভুক্ত ১ প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ২ প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী

বিধায়কদের মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার। ২০১২ থেকে ২০১৫-র মধ্যে তিনি কর্নাটকের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এছাড়াও প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী আর অশোক এবং কেএস এশ্বরাপ্পা এই মন্ত্রিসভার সদস্য হয়েছেন। সদস্য নন এমন যিনি মন্ত্রিসভায় স্থান পেয়েছেন তিনি হলেন, লক্ষ্মণ সাবাদি।

এবার নিয়ে চতুর্থবার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন বিএস ইয়েদুরাপ্পা।

ইয়েদুরাপ্পা শপথ নেওয়ার পর থেকে কোন মন্ত্রিসভা না থাকায় কটাক্ষ করছিলেন বিরোধী কংগ্রেস ও জনতাদল সেকুলার। গত শুক্রবারই ইয়েদুরাপ্পা বলেছিলেন তিনি বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলবেন। এরপর সোমবার ক্যাবিনেটের বাকি সদস্যদের নাম জানানো হয়। মঙ্গলবার শপথ গ্রহণ করেন তাঁরা।

তবে কর্নাটক ক্যাবিনেট তৈরি দেরির কারণ হিসেবে উঠে আসছে, সংসদে বিভিন্ন বিল পাশ করানোর বিষয়টি। এছাড়াও দেশের উত্তরাংশে এবং কর্নাটকের বন্যার বিষয়টিও উঠে আসছে।

[আরও পড়ুন:দেশের অর্থনৈতিক দুরবস্থা নিয়ে শঙ্কিত রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর][আরও পড়ুন:দেশের অর্থনৈতিক দুরবস্থা নিয়ে শঙ্কিত রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর]

English summary
17 members including a former CM and 2 Ex deputy CM inducted in Yediyurappa's cabinetYediyurappa took oath as CM for the fourth time.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X