For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লির হোটেলে বিধ্বংসী আগুন! এই গাফিলতির কারণ সামনে আনলেন দমকল আধিকারিক

দিল্লির করোলবাগে হোটেল অর্পিত প্যালেসে বিধ্বংসী আগুনে মৃত ১৭।

  • |
Google Oneindia Bengali News

দিল্লির করোলবাগে হোটেল অর্পিত প্যালেসে বিধ্বংসী আগুনে মৃত ১৭। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং লেডি হার্ডিঞ্জ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কীভাবে আগুন লাগলো তা সঠিকভাবে এখনও জানা যায়নি। তবে আপতকালী সিড়িতে বিভিন্ন জিনিস মজুত থাকায় আবাসিকদের বেরোনোর পথে বাধা তৈরি হয় বলে অভিযোগ।

হোটেলে বিধ্বংসী আগুন

সূত্রের খবর অনুযায়ী, ভোর সাড়ে ৪ টের নাগাদ হোটেল অর্পিত প্যালেসে আগুন লাগে। আতঙ্কে চারতলা থেকে ঝাঁপ দেন ৩ জন। আগুননিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় দমকলের ২৭ টি ইঞ্জিন। প্রায় ৫০ জনের ওপর হোটেলের আবাসিককে উদ্ধার করা হয়েছে। হোটেলটি ২৫ বছরের পুরনো বলে জানা গিয়েছে। সাবধানের সঙ্গে ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। সকাল সাড়ে সাতটায়আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর সেখানে ঠাণ্ডা করার প্রক্রিয়া চলতে থাকে।

আপতকালীন সিড়িতে 'বাধা'

দমকলের অভিযোগ আপতকালীন সিড়ি ব্যবহার করতে পারেননি আবাসিকরা। আগুন নেভাতে গিয়ে তাঁরা দেখেছেল সিড়ি ছিল অতিরিক্ত সরু। আরগোটা হোটেলেই কাঠের প্যানেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। হোটেল থেকে বেরোতে গিয়ে বাধা পেয়েছিলেন আবাসিকরা, এমনটাও অভিযোগউঠেছে। হোটেলের ওপরে আপতকালীন সিড়িতে বিভিন্ন জিনিস রাখা ছিল। অভিযোগ করেছেন আধিকারিক। তাঁর অভিযোগ দমকলকে দেরি করে ডাকা
হয়েছে। হোটেলের আবাসিকরাও একটু দেরিতে আগুনের কথা জানতে পেরেছেন বলে জানা গিয়েছে।

সাহায্য ঘোষণা

পুলিশের তরফে এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। দিল্লি সরকারের তরফ থেকে ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশদেওয়া হয়েছে। সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী সত্যেন্দ্র জৈন। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে সাহায্যের কছা জানিয়েছেনমুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

English summary
17 killed as massive fire breaks out at hotel in Delhi's Karol Bagh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X