For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ থেকে কলকাতায় বন্ধ ম্যাকডোনাল্ডসের রেস্তোরাঁ, কর্মচ্যূত প্রায় ১০ হাজার

বুধবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে ম্যাকডোনাল্ডসের ১৬৯ টি রেস্তোরাঁ। দেশের উত্তর ও পূর্ব ভারতে এই রেস্তোরাঁগুলি রয়েছে। ভারত তাদের সহযোগী সংস্থা কনট প্ল্যাজা রেস্টুরেন্টস লিমিটেডের সঙ্গে বিরোধের জের

  • |
Google Oneindia Bengali News

বুধবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে ম্যাকডোনাল্ডসের ১৬৯ টি রেস্তোরাঁ। দেশের উত্তর ও পূর্ব ভারতে এই রেস্তোরাঁগুলি রয়েছে। ভারত তাদের সহযোগী সংস্থা কনট প্ল্যাজা রেস্টুরেন্টস লিমিটেডের সঙ্গে বিরোধের জেরেই বন্ধ হচ্ছে ১৬৯ টি শাখা।

আজ থেকে কলকাতায় বন্ধ ম্যাক ডোনাল্ডসের রেস্তোঁরা, কর্মচ্যূত প্রায় ১০ হাজার

দীর্ঘদিন ধরেই সিপিআরএল-র সঙ্গে বিরোধ চলছে আমেরিকার সংস্থা ম্যাকডোনাল্ডসের। তাদের হয়ে উত্তর ও পূর্ব ভারতে শাখাগুলি চালাত সিপিআরএল। এর আগে ১৬৯ টি শাখা অনুমোদন বাতিল করতে নোটিসও দেয় ম্যাকডোনাল্ডস। ৫ সেপ্টেম্বর শেষ হয়েছে নোটিসের সময়সীমা। ফলে ব্যবসা চালাতে সিপিআরএল ম্যাকডোনাল্ডসের নাম ব্যবহার করতে পারবে না। ম্যাকডোনাল্ডস নামের সঙ্গে যুক্ত ট্রেডমার্ক, ডিজাইন, ব্র্যান্ডিং, অপারেশনাল-মার্কেটিং প্র্যাকটিস এবং পলিসিও নিতে পারবে না সিপিআরএল। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন, ম্যাকডোনাল্ডস ইন্ডিয়ার এক মুখপাত্র ।

আজ থেকে কলকাতায় বন্ধ ম্যাক ডোনাল্ডসের রেস্তোঁরা, কর্মচ্যূত প্রায় ১০ হাজার

এদিকে ন্যাশনাল ল ট্রাইবুনাল ম্যাকডোনাল্ডসের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছিলেন সিপিআরএল ম্যানেজিং ডায়রেক্টর বিক্রম বক্সি। সেই আবেদনও মঙ্গলবার খারিজ হয়ে গিয়েছে। বুধবার থেকে ১৬৯ টি শাখা বন্ধ থাকবে কিনা তা নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি সিপিআরএল-এর ম্যানেজিং ডিরেক্টর। তবে শাখাগুলি বন্ধ হলে হাজার হাজার মানুষের রুটি-রুজির ওপর আঘাত পড়বে বলে মন্তব্য করেছেন তিনি। ভারতে সেই সংখ্যাটা ১০ হাজারের ওপর বলে জানিয়েছেন তিনি।

English summary
169 McDonald's store to close from today.It will couse widespread damage to the lives of over 10,000 Indians.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X