শ্রমিক স্পেশাল ট্রেনে সুরাট থেকে হরিদ্বার আসার পথে রাস্তাতেই নিখোঁজ ১৬৭ জন যাত্রী
অভিবাসী শ্রমিকদের ঘরে ফেরাতে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য থেকে শ্রমিক স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। এবার তাতেই ঘটল বিপত্তি। সূত্রের খবর, গুজরাটের সুরাট থেকে উত্তরাখণ্ডের হরিদ্বারে যাওয়ার পথে এই শ্রমিক স্পেশাল ট্রেন থেকে নিখোঁজ হয়ে গেলেন ১৬৭ জন যাত্রী। গুজরাট প্রশাসনের যাত্রী তালিকা হরিদ্বারে মেলানোর সময়ে প্রথম গরমিল চোখে পড়ে।

বৃহস্পতিবার হরিদ্বারের জেলাশাসক সি রবিশঙ্কর জানান, " গোটা ঘটনারই তদন্ত চলছে। যদি সুরাট থেকে ট্রেন ধরার পরে ওনারা গায়েব হয়ে থাকেন, তাহলে এটি সত্যিই চিন্তার বিষয়।" সুরাট কর্তৃপক্ষ জানিয়েছে, ১২ই মে সুরাট থেকে ১৩৪০ জন ট্রেন ধরলেও হরিদ্বারে পৌঁছান মাত্র ১১৭৩ জন। বর্তমানে নিখোঁজ ১৬৭ জন যাত্রীর খোঁজ চলছে বলে জানা যাচ্ছে।
১১ই মে থেকে উত্তরাখন্ডের শ্রমিকদের ফেরানোর উদ্দেশ্যে ট্রেন চালু হয়েছে। এক প্রশাসনিক অধিকারিক জানান, যদি ওই শ্রমিকরা সত্যিই ট্রেনে ওঠার পরে নিখোঁজ হয়ে থাকেন তবে এটি সত্যিই চিন্তার বিষয়। একইসাথে রেল পুলিশও গোটা ঘটনার তদন্তের দায়ভার হাতে তুলে নিয়েছে বলে খবর।

বাইরে থেকে ফিরছেন শ্রমিকরা, কী হাল হবে রাজ্যের আঁচ করতে সার্ভে করবেন মমতা