For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌এবার দিল্লি বিধানসভা নির্বাচনে ১৬৪ জন কোটিপতি প্রার্থী, তালিকার শীর্ষে আম আদমি পার্টি

‌এবার দিল্লি বিধানসভা নির্বাচনে ১৬৪ জন ধনী প্রার্থী, তালিকার শীর্ষে আপ

Google Oneindia Bengali News

এবছরও রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচনে রমরমা ধনী প্রার্থীরা। প্রত্যেকটি দলেরই ধনী প্রার্থীরা তাঁদের দলকে জয়ী করতে মরিয়া প্রচেষ্টা করে চলেছেন।

২০১৫ সালের বিধানসভা নির্বাচনে আপ, বিজেপি ও কংগ্রেসের পক্ষ থেকে মোট ১৪৩ জন এমন প্রার্থী ছিলেন, যাঁদের সম্পত্তির পরিমাণ এক কোটি বা তার বেশি। এ বছর সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ১৬৪ জন, অর্থাৎ প্রায় ১১ শতাংশ বেড়েছে। এরই মধ্যে ১৩ জন প্রার্থী ঘোষণা করেছেন যে তাঁদের সম্পত্তির পরিমাণ ৫০ কোটির বেশি। এই ১৩ জনের মধ্যে ৬ জন আপের, কংগ্রেসের চারজন এবং বিজেপির তিনজন রয়েছেন।

তালিকায় প্রথম আপের প্রার্থী

তালিকায় প্রথম আপের প্রার্থী

আম আদমি পার্টির ধরমপাল লকরার সম্পত্তির পরিমাণ ২৯২.‌১ কোটি, যিনি এ বছরের নির্বাচনে সবচেয়ে ধনী প্রার্থী বলে মনে করা হচ্ছে। ধনী প্রার্থীদের মধ্যে চারজনকে আপ প্রার্থী করেছে। তিনজন প্রার্থী ঘোষণা করেছে তাঁদের সম্পত্তির পরিমাণ ৮০ কোটির কাছাকাছি।ধরমপাল লকরার পর আর কে পুরম আসনের জন্য লড়ছেন পরমিলা টোকাস, যিনি তাঁর ও তাঁর পরিবারের নামে রয়েছে সম্পত্তির পরিমাণ ঘোষণা করেছেন ৮০.‌৮ কোটি। আপের বদরপুরের প্রার্থী রাম সিং নেতাজির সম্পত্তি টক্কর দিয়েছে টোকাসের ধন-সম্পত্তিকে। কংগ্রেসের প্রাক্তন নেতা তথা দু'‌বারের বিধায়ক নেতাজির সম্পত্তির পরিমাণ ৮০ কোটি। অন্যদিকে আপের প্রার্থী রাজ কুমার আনন্দ, যিনি প্যাটেল নগর থেকে লড়ছেন, তাঁর সম্পত্তির পরিমাণ ৭৬ কোটি। টোকাসের বিপরীতে কংগ্রেসের প্রিয়াঙ্কা সিং প্রার্থী হয়েছেন। যিনি ধনী প্রার্থাদের তালিকায় পঞ্চম স্থানে আছেন। তাঁর সম্পত্তির পরিমাণ ৭০.‌৩ কোটি।

ধনী প্রার্থীর তালিকায় পিছিয়ে বিজেপি

ধনী প্রার্থীর তালিকায় পিছিয়ে বিজেপি

তালিকায় ছয়, সাত এবং আট নম্বরে রয়েছে বিজেপি প্রার্থীরা। ছত্তরপুরের প্রার্থী ভ্রম সিং তানওয়ার সম্পত্তির পরিমাণ ৬৬.‌৩ কোটি, কৃষ্ণ নগর আসনের প্রার্থী অনিল গোয়ালের সম্পত্তির পরিমাণ ৬৪.‌১ কোটি ও বিজওয়াসনের প্রার্থী সত প্রকাশ রানার ঘোষিত সম্পত্তির পরিমাণ ৫৭.‌৪ কোটি। নয় এবং দশ নম্বর স্থানে ফের আপের প্রার্থীরাই রয়েছেন। রাজৌরি গার্ডেনের প্রার্থী ধনবতী চাণ্ডেলার সম্পত্তির পরিমাণ ৫৬.‌৯ কোটি এবং এরপরই রয়েছে উত্তম নগরের প্রার্থী নরেশ বলয়ানের সম্পত্তির পরিমাণ ৫৬.‌৩ কোটি। আশ্চর্যভাবে চাণ্ডেলা তাঁর সম্পত্তির সঙ্গে আলাদা করে নিজের গয়নার কথাও উল্লেখ করেন, তাঁর কাছে ৫.‌৯ কেজি সোনা রয়েছে, যার মূল্য ২.‌৩ কোটি টাকা এবং ২ কেজি রূপো রয়েছে যার মূল্য ২ লক্ষ টাকা।

এক লক্ষ বা তার কম সম্পত্তি রয়েছে এমন প্রার্থী

এক লক্ষ বা তার কম সম্পত্তি রয়েছে এমন প্রার্থী

এর পাশাপাশি পাঁচজন এমন প্রার্থীও রয়েছেন যাঁদের সম্পত্তি এক লক্ষ বা তার কম। কংগ্রেসের প্রার্থী তথা দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের প্রাক্তন সভাপতি রকি টুসড তাঁর সম্পত্তির পরিমাণ ঘোষণা করেছেন ৫৫,৫৭৪। তিনি সবচেয়ে কনিষ্ঠ প্রার্থী যিনি দিল্লি নির্বাচনে লড়ছেন। রকির কোনও ব্যক্তিগত গাড়ি, গয়না জমি বা সম্পত্তি নেই। কোণ্ডলির বিজেপি প্রার্থী রাজ কুমার ধিলনের সম্পত্তি রকির চেয়ে একটু বেশি। তিনি তাঁর পঞ্চাশ হাজার নগদের পাশাপাশি ব্যাঙ্কে হাজার টাকা ও ১০০ গ্রাম রূপো নিয়ে ৫৫,৯০০ টাকার সম্পত্তি ঘোষণা করেছেন। ধিলন কল্যাণপুরি বস্তিতে থাকেন এবং তাঁর কাছে কোনও মূল্যবান সম্পত্তি নেই। আপের রাখি বিদলান তাঁর সম্পত্তি ৭৬.‌৪২১ টাকা ঘোষণা করেন। ২০১৫ সালে তাঁর সম্পত্তি ছিল ১৮ হাজার।

প্রবীণ প্রার্থী

প্রবীণ প্রার্থী

ধনী প্রার্থীদের পাশাপাশি বহু প্রবীণ প্রার্থীদেরও এ বছরের নির্বাচনে লড়তে দেখা যাবে। কংগ্রেসের ৭৫ বছরের নরেন্দ্র নাথ সবচেয়ে প্রবীণ নেতা, যিনি সহদরা থেকে লড়বেন। এর পাশাপাশি বিজেপির এসসি ভাটস (‌৭৪)‌, যিনি শকুর বস্তির প্রার্থী, আপের সহদরার প্রার্থী রাম নিবাস গোয়েল (‌৭২)‌ এবং কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী অশোক কুমার ওয়ালিয়া (‌৭১)‌ কৃষ্ণনগর থেকে প্রার্থী হয়েছেন।

৭০টি আসনে দিল্লি বিধানসভা নির্বাচন হবে ৮ ফেব্রুয়ারি এবং ১১ ফেব্রুয়ারি ফল ঘোষণা হবে।

অভিনন্দন যাত্রায় বিজেপি বিসর্জন দেখছেন মমতা, দিলীপ ঘোষের উদ্দেশে একের পর এক প্রশ্নঅভিনন্দন যাত্রায় বিজেপি বিসর্জন দেখছেন মমতা, দিলীপ ঘোষের উদ্দেশে একের পর এক প্রশ্ন

English summary
AAP's Dharampal Lakra has assets worth Rs 292.1 crore, which makes him one of the richest candidates in the electoral fray. Four of the richest candidates have been fielded by the AAP,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X