For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরে ২০১৯ সালে ১৬০ জঙ্গিকে হত্যার পর থেকে স্থানীয়দের মধ্যে কোন প্রবণতা! কী জানাচ্ছে পুলিশ

কাশ্মীরে ২০১৯ সাল জুড়ে ১৬০ জঙ্গিকে হত্যার পর স্থানীয়দের মধ্যে কোন প্রবণতা! কী জানাচ্ছে পুলিশ

  • |
Google Oneindia Bengali News

গত ৫ অগাস্ট দিল্লির সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রস্তাব রেখেছিলেন যে কাশ্মীর থেকে তুলে নেওয়া হবে ৩৭০ ধারা। এরপর থেকেই কাশ্মীরের পরিস্থিতি যতটা থমথমে , ততটাই ভূস্বর্গ নিয়ে কৌতূহল বাড়ছে সকলের মধ্যে। এমন পরিস্থিতিতে ২০১৯ সালে কাশ্মীরের বুকে কী ঘটেছে তা নিয়ে মুখ খুললেন সেখানের ডিজিপি জিলবাগ সিং।

 দিলবাগ সিং কী জানালেন?

দিলবাগ সিং কী জানালেন?

২০১৯ সালে গোটা কাশ্মীরে ১৬০ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১০২ জনকে। আর এরপর থেকে কাশ্মীরের যুবকদের মধ্যে কেমন প্রবণতা রয়েছে তা নিয়ে মুখ খুললেন কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং। কাশ্মীরের পুলিশ সুপার জানিয়েছেন, এরপর থেকেই ৩০ শতাংশ কমেছে কাশ্মীরে সন্ত্রাসবাদ।

 কাশ্মীরের যুবকদের মধ্যে কী দেখা যাচ্ছে?

কাশ্মীরের যুবকদের মধ্যে কী দেখা যাচ্ছে?

পুলিশের ডিজিপি জানিয়েছেন, কাশ্মীরে ১৬০ জন জঙ্গির গ্রেফতারির পর যুবকদের মধ্যে উগ্রপন্থার দিকে ঝোঁক কমতে শুকরু করেছে। তিনি জানিয়েছেন, এই সংখ্য়ক মানুষের গ্রেফতারির পর গত বছরের তুলনায় সাধারণ মানুষের জঙ্গিদের হাতে মৃত্যু কমেছে ৩৬ শতাংশ।

পরিসংখ্যান কী বলছে?

পরিসংখ্যান কী বলছে?

দিলবাগ সিং জানিয়েছেন, ২০১৮ সালে ২১৮ জন যুবক জঙ্গি শিবিরে যোগ দিয়েছিল। এরপর দেখা যায় ২০১৯ সালে কাশ্মীর থেকে জঙ্গি শিবিরে যুবকদের যোগ দেওয়ার শতাংশ কমতে থাকে। ২০১৯ সালে কাশ্মীরে ১৩৯ জন যুবক যোগ দেয় জঙ্গি শিবিরে।

 কাশ্মীরে এখনও জঙ্গিদের সংখ্যা কত?

কাশ্মীরে এখনও জঙ্গিদের সংখ্যা কত?

কাশ্মীরের বুকে এখন ৮৯ জন জঙ্গি কাজ চালাচ্ছে বলে দাবি করেন দিলবাগ সিং। তাঁর বক্তব্য, ৮৯ জন জঙ্গি এখনও পর্যন্ত কাশ্মীরের বুকে কার্যকর। এদের মধ্য়ে জাহাঙ্গির সরুরি, রিয়াজ নাইকুর মতো অনেক পুরনো জঙ্গিরাও রয়েছে।

ক'টি জঙ্গি দমন অপরেশন সফল হয়েছে?

ক'টি জঙ্গি দমন অপরেশন সফল হয়েছে?

৮০ শতাংশ জঙ্গি দমন সাফল্যের সঙ্গে এগিয়ে গিয়েছে কাশ্মীরে। আর অই অপরেশন-গুলিতেই নিধন হয়েছে কাশ্মীরের ১৬০ জন জঙ্গি। তবে এই লড়াইতে শহিদ হন ১১ জন পুলিশ কর্মী ও ৭২ জন বীর সেনা জওয়ান।

মোদীকে একহাত নিয়ে বিহারের রাজনীতির পারদ চড়ালেন কিশোর! প্রশান্তের ঝোড়ো ব্যাটিং শুরু মোদীকে একহাত নিয়ে বিহারের রাজনীতির পারদ চড়ালেন কিশোর! প্রশান্তের ঝোড়ো ব্যাটিং শুরু

English summary
160 terrorists killed and 102 arrests decreased local youths joining militancy .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X