For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেবি ডায়পারের মধ্যে ১৬ কেজি সোনার বার উদ্ধার দিল্লি বিমানবন্দরে

বাচ্চাদের ডায়পারের মধ্যে করে বিদেশ থেকে পাচার করা সোনার বার এদেশে ঢুকছিল। যদিও শেষরক্ষা হয়নি। দিল্লিতে বমাল গ্রেফতার করা হয়েছে দুর্বৃত্তদের।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর : বাচ্চাদের ডায়পারের মধ্যে করে বিদেশ থেকে পাচার করা সোনার বার এদেশে ঢুকছিল। যদিও শেষরক্ষা হয়নি। বমাল গ্রেফতার করা হয়েছে দুর্বৃত্তদের।

সোমবার ঘটনাটি ঘটেছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। জানা গিয়েছে, দুবাই থেকে পর্যটকদের একটি দল দিল্লি এসে নামে। তাদের কাছেই বাচ্চাদের ডায়পারে ১৬ কেজি সোনা ছিল।

বেবি ডায়পারের মধ্যে ১৬ কেজি সোনার বার উদ্ধার দিল্লি বিমানবন্দরে

বিষয়টি সিকিউরিটি চেকের সময়ে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে যায়নি। এদিন সকালেই ঘটনাটি ঘটেছে বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে। দুবাই থেকে যে দলটি এসেছিল তাদের দলে ২টি শিশু সহ মোট ৬ জন ছিলেন। চেকিংয়ের সময়ই বমাল আটক করা হয় সকলকে।

জানানো হয়েছে, বাচ্চাদের ডায়পারের মধ্যে মোট ১৬টি সোনার বার ছিল। প্রতিটির ওজন ১ কেজি করে। ডায়পারের মধ্যে ভরে তা তোয়ালে দিয়ে ঢেকে ব্যাগে রাখা হয়েছিল। মোট দুটি পরিবার ছিল। দুটি পরিবারেই স্বামী-স্ত্রী ও একটি করে শিশু ছিল। পরিবার দুটি সুরাতের বাসিন্দা বলেও পুলিশ জানিয়েছে।

প্রসঙ্গত, দুবাই সহ আরব দেশগুলিতে সোনার দাম ভারতের বাজারের চেয়ে অনেক কম। ফলে এই রুট দিয়ে সোনার চোরাচালান এক নিমিত্ত ঘটনা।

English summary
16 kg gold biscuits recovered from baby diapers at IGIA,Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X