For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তেজস্বীর দল থেকে ১৬ এবং জেডিএউ'র ১১ বিধায়ককে নিয়েই নীতীশের মন্ত্রিসভা!

নতুন মন্ত্রিসভা গঠন হতে চলেছে বিহারে। গত কয়েক দিন আগেই বিজেপির সঙ্গে জোট ছেড়ে বেরিয়ে আসেন নীতীশ কুমার। সব ভুলে ফের তেজস্বী যাদবের সঙ্গে হাত মিলিয়েছেন। শুধু তাই নয়, একেবারে রেকর্ড গড়ে অষ্টম বারের জন্যে বিহারের মুখ্যমন্ত্র

  • |
Google Oneindia Bengali News

নতুন মন্ত্রিসভা গঠন হতে চলেছে বিহারে। গত কয়েক দিন আগেই বিজেপির সঙ্গে জোট ছেড়ে বেরিয়ে আসেন নীতীশ কুমার। সব ভুলে ফের তেজস্বী যাদবের সঙ্গে হাত মিলিয়েছেন। শুধু তাই নয়, একেবারে রেকর্ড গড়ে অষ্টম বারের জন্যে বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নীতীশ কুমার। ডেপুটি হয়েছেন লালু পুত্র তেজস্বী যাদব।

 জেডিএউর ১১ বিধায়ককে নিয়েই নীতীশের মন্ত্রিসভা!

শপথ গ্রহণের কয়েকদিন কেটে গেলেও মন্ত্রিসভা গঠন না হওয়া নিয়ে একটা জল্পনা ছিল। অবশেষে মঙ্গলবার অর্থাৎ ১৬ তারিখ মহাজোট সরকারের মন্ত্রিসভা বিস্তার করতে চলেছেন নীতীশ। সাড়ে ১১ টার সময় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে জানা যাচ্ছে। এমনকি মহাজোটে থাকা রাজনৈতিক দলগুলি থেকে কে কে মন্ত্রী হচ্ছেন সেই নামের তালিকাও ইতিমধ্যে বিহারের রাজভবনে পৌঁছে গিয়েছে বলে জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, অন্তত ৩১ জন বিধায়ক এবং একজন নির্দল থেকে শপথ নেবেন। সূত্রে খবর, মহাজোটের সরকারে সবথেকে বেশি দফতর সম্ভবত পাচ্ছে আরজেডি। বিহার বিধানসভাতে লালু প্রসাদের দল অর্থাৎ আরজেডির সবথেকে বেশি বিধায়ক রয়েছে। সেই বিষয়টি মাথায় রেখেই আরজেডির থেকে নীতীশের মন্ত্রিসভায় অন্তত ১৬ জন মন্ত্রী হতে পারেন বলেই খবর।

নীতীশের দল অর্থাৎ জেডিইউ থেকে অন্তত ১১ জন মন্ত্রী হতে পারে বলে জানা যাচ্ছে। মহাজোটে ইতিমধ্যে সামিল হয়েছে জিতেন মাঝির দল Hindustani Awam Morcha অর্থাৎ হ্যাম। তাঁরা একটি দফতর পেতে পারেন বলে খবর। তবে মহাজোটের অন্যতম শরিক কংগ্রেসকে নীতীশের মন্ত্রিসভাতে গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হতে পারে বলেই জানা যাচ্ছে।

অন্তত দুটি দফতর কংগ্রেস পাচ্ছে বলেই সূত্রে খবর। তবে কে কোন ফতর পাচ্ছে সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে স্বরাষ্ট্র দফতর মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের হাতে থাকবে বলেই জানা যাচ্ছে। অর্থ দফতর সম্ভবত তেজস্বী নিজে সামলাবেন বলে খবর। এছাড়াও বিজেপি হাতে থাকা একাধিক দফতর কংগ্রেস-হ্যামের বিধায়কদের মধ্যে ভাগ অরে দেওয়া হবে বলেই জানা যাচ্ছে। তবে শেষমেশ নীতীশ কুমারের মন্ত্রিসভায় কারা কারা জায়গা পান সেদিকেই নজর থাকবে গীওটা দেশের।

অন্যদিকে ইতিমধ্যে বিজেপির তরফে পালটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নীতীশ কুমারকে চ্যালেঞ্জ করে গিরিরাজ সিং বলেন, যদি দম থাকে তাহলে একা ক্ষমতা গড়ে দেখাক নীতীশ। শুধু তাই নয়, মানুষের ভোটাধিকারকে নীতীশ কুমার অস্বীকার করেছে বলেও দাবি বিজেপির।

English summary
16 from RJD and 11 from JDU may take charge as minister in Nitish kumar's cabinet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X