For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Corona Update: উৎসবের মরশুমে স্বস্তির খবর! ফের একবার দেশে কমল করোনা সংক্রমণের হার

উৎসবের মরশুমে মেতে উঠেছে গোটা দেশ। কোথাও দুর্গাপুজো তো আবার কোথাও নবরাত্রি। কার্যত অনেক ক্ষেত্রেই করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়েছে মেতে উঠেছেন মানুষ। এই অবস্থায় স্বস্তির খবর। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১৬ হাজার ৮৬২

  • |
Google Oneindia Bengali News

উৎসবের মরশুমে করোনা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। বাংলায় দুর্গা পূজার পাশাপাশি বিভিন্ন রাজ্যেও চলছে উৎসব। তবে গতকালের তুলনায় কিছুটা কমল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে মোট করোনা আক্রান্ত হয়েছে ১৬,৮৬২ জন।

ফের একবার দেশে কমল করোনা সংক্রমণের হার

দেশ জুড়ে এখনও পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩,৪০,৩৭,৫৯২। তবে আশা জাগাচ্ছে সক্রিয় রোগীর সংখ্যা। দেশে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ২,০৩,৬৭৮, যা গত ২১৬ দিনের মধ্যে সবথেকে কম। এছাড়া শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্য়ু হয়েছে ৩৭৯ জনের।

দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ৫৮ হাজার ৮১৪। এই নিয়ে টানা ২১ দিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা রয়েছে ৩০ হাজারের নীচে। গত ১১০ দিন আগে শেষবার দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের ওপরে উঠেছিল। বর্তামানে সক্রিয় রোগীর সংখ্যা মোট আক্রান্তের ০.৬০ শতাংশ, যা ২০২০-র মার্চের পর সবথেকে কম।

পাশাপাশি করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৯৮.০৭ শতাংশ, এটাও ২০২০-র মার্চের পর সবথেকে কম। গত ৭ অগস্ট দেশে করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ২০ লক্ষ, ২৩ অগস্ট পেরিয়েছে ৩০ লক্ষ, ৫ সেপ্টেম্বরে আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ৪০ লক্ষ। তবে বাংলায় একনও রয়েছে উদ্বেগ।

পুজোর মধ্যেই অষ্টমীতেই দেখা যায় রাজ্যে করোনা গ্রাফ উপরের দিকে। যদিও বৃহস্পতিবার অর্থাৎ নবমীর দিন বদলে গিয়েছে ছবিটা। সামগ্রিক ভাবে ছবিটা স্বস্তি দায়ক হলেও মোটেই বিষয়টি ভালো ভাবে দেখছেন না চিকিৎসকেরা। বৃহস্পতিবারের মেডিক্যাল বুলেটিনে অনুযায়ী, এক দিনে করোনা আক্রান্ত হয়েছে ৫৩০ জন।

বুধবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭৭১ জন। তবে এতে খুব একটা আশার আলো দেখছেন না চিকিৎসকরা। কারণ বুধবার যেখানে করোনা টেস্ট হয়েছিল ২৮ হাজারেরও বেশি। সেখানে বৃহস্পতিবার করোনা পরীক্ষা হয়েছে মাত্র ১৮ হাজার ১১৮টি, গত দিনের তুলনায় অনেকাংশেই কম।

এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্ত ১৫ লক্ষ ৭৯ হাজার ১২ জন। এ ছাড়া নবমীর হিসেব অনুযায়ী, এক দিনে ১০ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। বুধবার ১১ জনের মৃত্যু হয়েছিল। এখনও পর্যন্ত রাজ্যে করোনাতে মৃতের সংখ্যা প্রায় ১৯ হাজার ছুঁইছুঁই। আর সবথেকে বেশি যা ভাবাচ্ছে তা হল পজিটিভিটি রেট বা আক্রান্তের হার।

বৃহস্পতিবার বাংলায় পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ২.৯৩ শতাংশ। বুধবার এই রেট ছিল ২.৭৮ শতাংশ। এই পজিটিভিটি রেট যেভাবে বাড়ছে তাতে চিন্তার ভাঁজ পড়ছে।

English summary
16,862 New COVID-19 Cases in India in last 24 hours
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X