For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচনের মাঝেই রাজ্য ছাড়তে চাইলেন ভিনরাজ্যের ১৫০০ নিরাপত্তারক্ষী!

Google Oneindia Bengali News

অসমের বারাক ভ্যাকিল কাছাড় থেকে নিজ রাজ্যে ফেরার হুঁশিয়ারি দিলেন প্রায় হোমগার্ডের প্রায় ১৫০০ নিরাপত্তারক্ষী। তাঁদের অভিযোগ, স্থানীয় প্রশাসন তাঁদের সঙ্গে বাজে ব্যবহার করেছে। এই আবহে তাঁরা শিলচর রেল স্টেশনে রয়েছেন। জানা গিয়েছে বুধবার এই রক্ষীদের ১০০ জন গুয়াহাটির ট্রেনে উঠে গিয়েছেন। বাকিরাও শীঘ্রই ফিরবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

নির্বাচনের মাঝেই রাজ্য ছাড়তে চাইলেন ভিনরাজ্যের ১৫০০ নিরাপত্তারক্ষী!

জানা গিয়েছে ক্ষুব্ধ হোমগার্ডদের অভিযোগ, গাড়ি চাওয়া হলেও মঙ্গলবার তাদের জোর করে ৫ কিলোমিটার হাঁটানো হয়েছে স্টেশন থেকে। কাছাড় একটি বড় জেলা। শুধু তাই নয়, তাঁদের অভিযোগ তিনদিনের ডিউটির জন্য তাঁদেরকে ৫১০০ টাকা দেওয়ার কথা থাকলেও স্থানীয় প্রশাসন নাকি মাত্র ৯০০ টাকা করে দিয়েছে তাঁদের। তাঁদের প্রশ্ন, ৯০০ টাকায় তিনদিন কীভাবে কাটাব আমরা? আমরা তো মাসিক মাইনে পাই না কোনও। অভিযোগকারীদের বক্তব্য, তাঁরা এসপি এবং অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে চেয়েও পারেননি। পাশাপাশি থাকার জন্য তাঁদেরকে খুব অস্বাস্থ্যকর জায়গা দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

এই জেলায় অসমের ৭টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এখানে ১০ লক্ষ ৮৬ হাজার ৯০ জন ভোটার থাকেন। এছাড়া মোট ১,৮৩৪টি পোলিং বুথ রয়েছে এই জেলায়। স্থানীয় পুলিশ এবং সিআরপিএফকে ইতিমধ্যেই ভোটের জন্য মোতায়েন করা হয়েছে। তবে পুলিশ সুপার ভানওয়ার লাল মীনা নিরাপত্তা আঁটোসাাটো করতে আরও ৬৯ কোম্পানি বাহিনী চেয়ে পাঠান নির্বাচন কমিশনের কাছে। এই আবহে আপার অসমে মোতায়েন থাকা সেখানের ভোট সম্পন্ন হতেই কাছাড়ে পাঠানো হয়।

English summary
1500 home guards threatens to leave Cachar in Assam amid Election, alleging poor treatment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X