For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ১৫০ জনকে আলাদা রাখা হয়েছে, জানাল কেন্দ্র

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ১৫০ জনকে আলাদা রাখা হয়েছে, জানাল কেন্দ্র

  • |
Google Oneindia Bengali News

ভারতে করোনা ভাইরাস এর উপসর্গ মেলা ১৫০ জন যাত্রীকে আলাদা করে সুযোগ-সুবিধা দিয়ে অন্যত্র রাখা হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়েছে। রাজ্যসভায় একটি সুয়োমোটো বিবৃতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, করোনা ভাইরাসের বিপর্যয় ঠেকাতে সরকার বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে। এবং চিন থেকে এদেশে আসা যাত্রীদের ভিসা বাতিল করা হয়েছে। এদেশ থেকে যারা চিনে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বেশ কয়েকটি ধাপে চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

কী করছে কেন্দ্র

কী করছে কেন্দ্র

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সংসদে জানিয়েছেন, করোনা ভাইরাস সংক্রান্ত তৎপরতা গত ১৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে। এবং দেশের ২১টি বিমানবন্দরে তা পরিচালিত হচ্ছে। চিনের পাশাপাশি সিঙ্গাপুর ও হংকং থেকে যে বিমানগুলি যাত্রী নিয়ে আসছে সেগুলিকে ইউনিভার্সাল থার্মাল স্ক্রিনিংয়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে।

চলছে স্ক্রিনিং

চলছে স্ক্রিনিং

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, কেরলে তিনজনের দেহে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। এবং তিনজনেরই চিনের উহান প্রদেশে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে। তারা তিনজনই এখন সুস্থ আছেন বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন।

তৎপরতা সব মহলে

তৎপরতা সব মহলে

কেন্দ্রের তরফে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ছাড়াও বিদেশমন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক, জাহাজ মন্ত্রক ও বিমান মন্ত্রক একজোট হয়ে করোনা ভাইরাসের আতঙ্কের পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানানো হয়েছে। এখনও পর্যন্ত মোট ১২৭৫টি বিমান ও তার মধ্যে থাকা ১ লক্ষ ৩৯ হাজার ৫৩৯ জন যাত্রীকে করোনা ভাইরাস সংক্রান্ত স্ক্রিনিং করা হয়েছে বলেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সংসদে জানিয়েছেন।

English summary
150 passengers with symptoms of Coronavirus isolated in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X