For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সড়ক ও পরিবহণে পাঁচ বছরে ১৫ লাখ কর্মসংস্থান হবে, বলছেন গড়করি

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

রাস্তা
নয়াদিল্লি, ২৩ নভেম্বর: শুধু সড়ক নির্মাণ এবং পরিবহণ-সংক্রান্ত ক্ষেত্রে আগামী পাঁচ বছরে দেশে ১৫ লক্ষ কর্মসংস্থান হবে। এমনই দাবি করেছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি।

তিনি জানিয়েছেন, এখন দেশে প্রতিদিন তিন কিলোমিটার পাকা রাস্তা তৈরি হয়। এটা আগামী দু'বছরে বাড়ানো হবে। এর পর প্রতিদিন ৩০ কিলোমিটার রাস্তা তৈরি করা হবে। এ জন্য় সংশ্লিষ্ট দফতরগুলিকে পরিকাঠামো সাজাতে নির্দেশ দেওয়া হয়েছে। মোদী সরকারের লক্ষ্য হল, সারা দেশে ৫০ হাজার কিলোমিটার পাকা রাস্তা তৈরি করা।

খুব তাড়াতাড়ি সারা দেশে ইলেকট্রনিক টোল প্লাজা তৈরি হবে বলে তিনি জানান। এর ফলে সরকারের ৮৬ হাজার কোটি টাকা বাঁচবে। টোল প্লাজায় দাঁড়িয়ে অপেক্ষা করার জন্য দেশে প্রতি বছর ৬০ হাজার কোটি টাকার জ্বালানি খরচ হয়। এই ক্ষতি বন্ধ করতে সরকার চেষ্টা করছে।

তিনি বলেছেন, গত এক বছরে সারা দেশে দেড় লক্ষ মানুষ মারা গিয়েছেন শুধু পথ দুর্ঘটনায়। তাই গাড়ি তৈরির ক্ষেত্রে সরকার কতগুলি শর্ত বেঁধে দিয়েছে। এই শর্ত মেনে গাড়ি কোম্পানিগুলিকে গাড়ি তৈরি করতে হবে।

English summary
15 lakh jobs will be created in highways and transport sector, says Nitin Gadkari
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X