For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনে ধুঁকছে দেশ, অর্থনৈতিক সংকট ঠেকাতে ফের চালু হতে পারে ১৫টি শিল্প

লকডাউনে ধুঁকছে দেশ, অর্থনৈতিক সংকট ঠেকাতে ফের চালু হতে পারে ১৫টি শিল্প

  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যেই দেশব্যাপী লকডাউনের সময়সীমা বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী। কিন্তু বিরোধী শিবির থেকে বারংবারই অভিযোগ উঠেছে বিকল্প কোনো পন্থা না ভেবে এই কর্মবর্ধমান লকডাউনের জেরে ভেঙে পড়তে চলেছে দেশের অর্থনৈতিক কাঠামো।

করোনা জেরে অর্থনৈতিক সংকট ঠেকাতে নতুন পথে হাঁটতে পারে কেন্দ্র

করোনা জেরে অর্থনৈতিক সংকট ঠেকাতে নতুন পথে হাঁটতে পারে কেন্দ্র

এবতাবস্থায় দাঁড়িয়ে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক কমপক্ষে ১৫ টি শিল্প পুনরায় চালু করার ইঙ্গিত দিয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি শুধুমাত্র এই ক্ষেত্র গুলির জন্য সমস্ত যান চলাচলের অনুমতিও চাওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে। এই প্রস্তাব গৃহীত হলে এই তীব্র সংকটে দেশের এই অর্থনৈতিক ধসের উপর কিছু হলেও লাগাম টানা যাবে বলে মত বিশেষজ্ঞদের।

কোন কোন শিল্প গুলিতে পুনরায় কাজ শুরু হওয়ার সম্ভাবনা ?

কোন কোন শিল্প গুলিতে পুনরায় কাজ শুরু হওয়ার সম্ভাবনা ?

বাণিজ্য মন্ত্রকের তরফে প্রাথমিক ভাবে ভারী বৈদ্যুতিন এবং সীমিত ক্রিয়াকলাপ সহ টেলিকম সেক্টর নতুন করে খোলার কথা জানানো হয়েছে। তিন শিফটে সিমেন্ট প্লান্ট গুলিতে কাজ শুরু ইঙ্গিত দেওয়া হয়েছে। পাশাপাশি আবার সচল হতে পারে টেক্সটাইল, অটোমোবাইল, সহ বৈদ্যুতিন শিল্পও। সরকারের বিধিবদ্ধ সতর্কতা মেনে চালু হতে পারে আবাসন ও নির্মাণ ক্ষেত্রের কাজও। পণ্য পরিবহন, রিপেয়ার সার্ভিস,ফলমূল ও শাকসবজির ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা বজা রাখার কথা ভাবা হচ্ছে বলে শোনা যাচ্ছে।

চিঠি পৌঁছেছে স্বরাষ্ট্র সচিবের কাছে

চিঠি পৌঁছেছে স্বরাষ্ট্র সচিবের কাছে

সূত্রের খবর, ইতিমধ্যেই স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাকে এই বিষয়ে একটি চিঠিও দিয়েছেন অভ্যন্তরীণ বাণিজ্য সচিব (ডিপিআইআইটি) সচিব গুরুপ্রসাদ মহাপাত্র। নতুন কার্যক্রম পরিচালনার মাধ্যমে জরুরি ভিত্তিক ভাবে এই ক্ষেত্র গুলিতে কাজ শুরুর অনুমতিও চাওয়া হয়েছে। দেশের অর্থনৈতিক অবস্থাকে পুনরায় চাঙ্গা করতেই বাণিজ্য মন্ত্রকের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

করোনার একাধিক উপসর্গ, বাইপাসের হাসপাতালে ভর্তি সাংসদের বাবাকরোনার একাধিক উপসর্গ, বাইপাসের হাসপাতালে ভর্তি সাংসদের বাবা

English summary
15 industries could be reopen to prevent economic crisis due to corona lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X