For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১১ রাজ্যের ১৫ জেলায় পরিস্থিতির উন্নতি, গত ২৮ দিনে নেই কোনও সংক্রমণ

বিভিন্ন পরিসংখ্যান দিয়ে দেশের সরকার বলার চেষ্টা করছে, দেশে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এমনই এক পরিসংখ্যান সামনে এসেছে। বলা হচ্ছে, দেশের ১১ রাজ্যের ১৬টি জেলায় গত ২৮ দিন কোনও সংক্রমণ ধরা পড়েনি।

  • |
Google Oneindia Bengali News

বিভিন্ন পরিসংখ্যান দিয়ে দেশের সরকার বলার চেষ্টা করছে, দেশে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এমনই এক পরিসংখ্যান সামনে এসেছে। বলা হচ্ছে, দেশের ১১ রাজ্যের ১৬টি জেলায় গত ২৮ দিন কোনও সংক্রমণ ধরা পড়েনি। আগে ওইসব জেলা থেকে করোনার সংক্রমণের কথা জানা গিয়েছিল।

তালিকা থেকে বাদ গিয়েছে ২ জেলা, যুক্ত ৩ জেলা

তালিকা থেকে বাদ গিয়েছে ২ জেলা, যুক্ত ৩ জেলা

২৪ এপ্রিল থেকে তালিকায় আরও ৩ টি জেলা যুক্ত হয়েছে। যদিও, তালিকা থেকে উত্তর প্রদেশের পিলভিট, পঞ্জাবের শহিদ ভগত সিং নগর তালিকা থেকে বাদ পড়েছে।

২৮ দিন সংক্রমণ ধরা পড়েনি, এইরকম জেলার তালিকা

২৮ দিন সংক্রমণ ধরা পড়েনি, এইরকম জেলার তালিকা

বিহারের লাখিসরাই, ছত্তিশগড়ের বিলাসপুর, দুর্গ, রাজনন্দগাঁও, কর্নাটকের কোডাগু, চিত্রদুর্গ, দাভানাগেরে, মনিপুরের ইম্ফল ওয়েস্ট, মিজোরামের আইজল, মহারাষ্ট্রের গণ্ডিয়া, পণ্ডিচেরির মাহে, রাজস্থানের প্রতাপগড়, তেলেঙ্গানার ভাদ্রাদ্রি কোঠাগুদেম এবং উত্তরখণ্ডের পৌরি গাড়োয়াল।

দেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা

দেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা

মঙ্গলবার সকালে দেশে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ২৯৪৩৫-এ। আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে ১৫৪৩ টি নাম। আর গত ২৪ ঘন্টায় ৬২ জনের মৃত্যু হয়েছে। জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

English summary
15 districts of India which had earlier reported cases, have not reported any case in last 28 days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X