For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তেলেঙ্গানায় পথ দুর্ঘটনা! সলিল সমাধী ১ শিশু ও ১৪ জন মহিলার

রবিবার ভোরে তেলেঙ্গানার ভেমুলাকোন্ডা গ্রামের কাছে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে মুসী নদীর খালে পড়ে এক শিশু ও ১৪ জন মহিলার মৃত্য হয়েছে।

Google Oneindia Bengali News

রবিবার সকালে তেলেঙ্গানায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক শিশু ও ১৪ জন মহিলার। ইয়াদাদরি ভূবনাগিরি জেলার এক গ্রামে শিশু ও মহিলাদের নিয়ে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

 তেলেঙ্গানায় পথ দুর্ঘটনা, নিহত ১ শিশু ১৪ মহিলা

পুলিশ জানিয়েছে, ইয়াদাদরি ভূবনাগিরি জেলার ভেমুলাকোন্ডা গ্রামের পাশ দিয়ে বেশ কয়েকজন মহিলা ও শিশু নিয়ে ট্রাক্টরটি যাচ্ছিল। ওই রাস্তার পাশেই মুসী নদীর খাল রয়েছে। ট্রাক্টরটিতে এমনিতেই অনেক যাত্রী তোলা হয়েছিল, তার উপর মাত্রারিরিক্ত জোরে চালাতে গিয়ে চালক আর নিয়ন্ত্রণ রাখতে পারেনি। পিছলে পড়ে যায় খালে। ওই ১৪ মহিলা ও শিশুটির সেখানেই সলিল সমাধী হয়। বাকিরা সাঁতরে পারে উঠে আসলেও অনেকেই ঘটনায গুরুতরভাবে জখম হয়েছেন।

প্রাণে বেঁচেছেন ট্রাক্টরটির চালকও। সে অবশ্য ঘটনার পরই গা ঢাকা দিয়েছে। পুলিশ তার খোঁজ চালাচ্ছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট দপ্তরের অফিসারদের তিনি আহতদের উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন। ঘটনার সঠিক তদন্তের নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।

English summary
14 women nad a child died after a tractor skidded & fell into the Musi river canal near Vemulakonda village in Telengana earlier on Sunday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X