For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৃষ্টিতে বিপর্যস্ত অরুণাচল, ধসে বাড়ছে মৃতের সংখ্য়া

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত অরুণাচল প্রদেশ। ভূমি ধসে মৃত কমপক্ষে ১৪। রাজ্যের রাজধানীসহ একাধিক জেলায় সড়ক যোগাযোগ, জল সরবরাহ এবং বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে

  • |
Google Oneindia Bengali News

প্রবল বৃষ্টি এবং ভূমি ধসে অরুণাচলে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। পাপুমপারে জেলায় গত তিনদিন ধরে মুষলধারায় বৃষ্টি চলছে। ব্যাপক বৃষ্টির জেরে বন্যাও দেখা দেয়। বন্যার পরবর্তী পর্যায়ে ভূমি ধস।

বৃষ্টিতে বিপর্যস্ত অরুণাচল, ধসে বাড়ছে মৃতের সংখ্য়া

জেলা প্রশাসন সূত্রে খবর, মৃতরা সকলেই ধসে চাপা পড়ে মারা গিয়েছেন।

মঙ্গলবার বেলা তিনটে নাগাদ, সাগালি মহকুমার ল্যাপটাপ গ্রামে এই ধস নামে। ধসের মধ্যে কেউ জীবিত আছেন কিনা তা খুঁজে দেখতে তল্লাশি শুরু করেছে জেলা প্রশাসন।

পাপুমপারে জেলার ল্যাপটাপে ধসের মৃত্যুর জেরে ট্যুইট করে দুঃখপ্রকাশ করেছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডু। মৃতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তিনি। ধসে বেশ কয়েকজন আটকে আছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এনডিআরএফ, রাজ্য পুলিশ এবং মেডিকেল টিমকে এলাকায় পাঠানো হয়েছে। ধস প্রবণ এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার জন্য বারবার আবেদন করার কথা জানিয়েছেন মুখ্য়মন্ত্রী।

বেশ কয়েকদিনের টানা বৃষ্টিতে রাজ্যের রাজধানীসহ বেশ কয়েকটি জেলার জন জীবন বিপর্যস্ত। সড়ক যোগাযোগ , জল সরবরাহ এবং বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।

English summary
14 people died in a massive landslide in arunachal pradesh, incessant rain disrupted surface communication as well as water supply and electricity
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X