For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্বাস নিতে সাবধান! বিশ্বের সবচেয়ে দুষিত শহরগুলির তালিকায় ভারতের এই শহরগুলি

গত বছর দিল্লির বায়ু দূষণ সম্স্যা সারা বিশ্বের নজর কেড়েছিল। দূষণের মাত্রা এমন জায়গায় পৌঁছেছিল যে বেশ কয়েকদিনের জন্য় স্কুল কলেজ অফিস আদালত বন্ধ রাখতে হয়েছিল।

  • By Amartya Lahiri
  • |
Google Oneindia Bengali News

গত বছর দিল্লির বায়ু দূষণ সম্স্যা সারা বিশ্বের নজর কেড়েছিল। দূষণের মাত্রা এমন জায়গায় পৌঁছেছিল যে বেশ কয়েকদিনের জন্য স্কুল কলেজ অফিস আদালত বন্ধ রাখতে হয়েছিল। দিল্লিকে বিশ্বের সবচেয়ে দুষিত শহর বলে ঘোষণা করেছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্ল্য়ুএইচও)। তারপর থেকে নানা ভাবে দিল্লির বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার চেষ্টা হয়েছে। তাতে কিছুটা কাজ হয়েছে।

শ্বাস নিতে সাবধান! বিশ্বের সবচেয়ে দুষিত শহরগুলির তালিকায় ভারতের এই শহরগুলি

কারণ বুধবার ডব্ল্য়ুএইচও-র পক্ষ থেকে ২০১৬ সালের নিরিখে বিশ্বের সবচেয়ে দুষিত শহরগুলির যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে দিল্লি একনম্বরে নেই। কিন্তু এতে স্বস্তির চেয়ে শঙ্কাই বেড়েছে ভারতের। কারণ, দুষিত শহরগুলির প্রথম ১৫টির মধ্যে ভারতেরই রয়েছে ১৪টি শহর!

২০১৬ সালে গড় পিএম২.৫ ঘনত্ব অনুযায়ি তালিকার এক নম্বরে রয়েছে কানপুর। এ শহরের পিএম২.৫ কণার গড় ঘনত্ব প্রতি বর্গমিটারে ১৭৩ মাইক্রোগ্রাম। এরপর তালিকায় আছে ফরিদাবাদ, বারাণসী, গয়া, পাটনা, দিল্লি,
লখনৌ, আগ্রা, মুজাফ্ফরপুর, শ্রীনগর, গুরগাঁও, জয়পুর,পাতিয়ালা ও যোধপুর। ১৫ নম্বর শহরটি ভারতের নয়, কুয়েতের, আলি সুবাহ আল-সালেম। এছাড়াও চিন ও মঙ্গোলিয়ার কয়েকটি শহরের কথাও উল্লেখ করা হয়েছে।

শ্বাস নিতে সাবধান! বিশ্বের সবচেয়ে দুষিত শহরগুলির তালিকায় ভারতের এই শহরগুলি

যেসব দূষণ কণার ব্য়াসার্ধ ২.৫ মাইক্রন বা তার কম তাদের পিএম২.৫ বলা হয়। এছাড়াও বায়ুদূষণের জন্য় দায়ী ১০ মাইক্রণ বা তার কম ব্যাসার্ধের কণাও, যাদের বলে পিএম১০। এই রণার ঘনত্বের নিরিখে ডব্ল্য়ুএইচও যে দুষিত শহরগুলির তালিকা দিয়েছে তারও প্রথম ২০টির মধ্যে ভারতের ১৩টি শহর রয়েছে। ডব্ল্য়ুএইচও-র রিপোর্ট বলছে, গত কয়েক বছরে উন্নত দেশগুলিতে বায়ুদূষণের মাত্রা যথেষ্ট কমেছে। কিন্তু অনুন্নত ও উন্নয়নশীল, গরীব দেশগুলিতে এই সময়কালে ব্যাপকহারে বায়ুদূষণ বেড়েছে।

এর কারণ, এই দেশগুলিতে পরিবেশগত কারণে দূষণের পাশাপাশি গৃহস্থালী সংক্রান্ত কারণেও বায়ু দূষিত হয়। এটা হয় মূলতঃ রান্নার কাজে কাঠকয়লার মতো অপরিশোধিত জ্বালানী ব্যবহারের জন্য। সারা বিশ্বে এই ভাবে হওয়া বায়ু দূষণে প্রায় ৩৮ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। যারমধ্যে ১৫ লক্ষ বা ৩০ শতাংশই ভারতীয়। এছাড়া পরিবেশগত বায়ুদূষণের কারণে বিশ্বব্যপি যে ৪২ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে তারমধ্যে ৩০ শতাংশ বা ১৩ লক্ষ ভারতের।

শ্বাস নিতে সাবধান! বিশ্বের সবচেয়ে দুষিত শহরগুলির তালিকায় ভারতের এই শহরগুলি

বায়ুদূষণের কারণে এই যে মৃত্যু এর ৯০ শতাংশই মূলতঃ এশিয়া ও আফ্রিকার গরীব দেশগুলিতে হয়েছে। এর অন্য়তম বড় কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে প্রায় ৩০০ কোটি পৃথিবীবাসীর হাতে এখনও রান্নার উন্নত জ্বালানী নেই, য়ার বেশিরভাগই এইসব গরীব দেশের।

তবে রিপোর্টে এও বলা হয়েছে যে, প্রতিটি দেশই নিজেদের মতো করে চেষ্টা করছে। বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার কথা।এতে দারিদ্রসীমার নিচে থাকা ৩ কোটি ৭০ লক্ষ মহিলা এলপিজি সংযোগ পেয়েছেন। ডব্ল্য়ুএইচও-র ডিরেক্টর জেনারেল তোদ্রোস আধানোম বলেন, 'বায়ুদূষণ দেশের সীমা মানে না। আমাদের সবার ক্ষতি করে। কিন্তু সবচেয়ে বেশি ভোগেন গরীব ও প্রান্তিক মানুষরা। এটা মানা যায় না। '

English summary
WHO's report says14 out of world’s 15 most polluted cities are in India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X