For Quick Alerts
For Daily Alerts
নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি লড়াই,ছত্তিশগড়ে নিহত ১৪ মাওবাদী
নিরাপত্তা বাহিনীর সঙ্গে চরম গুলির লড়াইয়ে ছত্তিশগড়ের সুকমায় নিকেশ করা হয়েছে ১৪ জন মাওবাদীকে। রবিবার রাত থেকে এই গুলির লড়াই শুরু হয়। ঘটনার পর থেকেই চরম তল্লাশি চলছে এলাকায়।

ছত্তিশগড়ের রায়পুর থেকে ৩৯০ কিলোমিটার গোল্লাপাল্লি ও কোনটা এলাকায় গতরাত থেকেই শুরু হয় মাওবাদী-নিরাপত্তা বাহিনী গুলির লড়াই। প্রায় ২০০ জন মাওবাদীর সঙ্গে লড়াইয়ে নামে সিআরপিএফ, স্পেশ্যাল টাস্ক ফোর্স, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড। দুপক্ষের মধ্য়ে চরম লড়াই শুরু হয় জঙ্গল ঘেরা এই সমস্ত এলাকায়। এরপরই খবর আসে , এনকাউন্টারে নিহত হয়েছে ১৪ জন মাওবাদী।
এই ধরনের শেষ সবচেয়ে বড় এঅনকাউন্টারটি হয় জুলাইয়ের মাঝামাঝি। সেই সময়ে ৮ জন মাওবাদীকে নিকেশ করে নিরাপত্তা বাহিনী। বীজাপুরের সেই ঘটনার পর ফের একবার গতকাল সংঘর্ষে লিপ্ত হয় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীরা।