For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুরগাঁওয়ের হাসপাতালে স্থানান্তরিত করা হল করোনায় আক্রান্ত ইতালীয় পর্যটকদের

গুরগাঁওয়ের হাসপাতালে স্থানান্তরিত করা হল করোনায় আক্রান্ত ইতালীয় পর্যটকদের

  • |
Google Oneindia Bengali News

কয়েকদিন আগেই রাজস্থানে ১৪ জন ইতালীয় শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মেলে। জয়পুরে তাদের প্রাথমিক চিকিত্সা শুরও হয় সবলে জানা যাচ্ছে। পরবর্তীকালে তাদের রক্তের নমুনা আরও বিস্তারিত ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার জন্য পুনেতেও পাঠানো হয়।

গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে পাঠানো হচ্ছে ১৪ ইতালীয়কে

গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে পাঠানো হচ্ছে ১৪ ইতালীয়কে

বর্তমানে আরও উন্নত চিকিৎসার জন্য তাদের সকলেই গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। এই প্রাণঘাতী ভাইরাসের যাতে অন্য কারও শরীরে সহজে সংক্রমিত হতে না পারে তাই তাদের ওই হাসাপতালের একটি ভিন্ন বিভাগে রাখা হয়েছে বলেও জানা যাচ্ছে।

বিবৃতি জারি হাসপাতালের তরফে

বিবৃতি জারি হাসপাতালের তরফে

এই সমস্ত বিষয়ে জানিয়ে বৃহঃষ্পতিবার হাসপাতালের তরফে একটি বিবৃতিও জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, ইতালীয় পর্যটকের এই দলটি হরিয়ানার হরিসার কিছু অংশ, উত্তরপ্রদেশের আগ্রা ভ্রমণ সেরে রাজস্থানের জয়পুরে এসেছিল বলে জানা গেছে।

ভারতীয় ড্রাইভারের দেহেও করোনার চিহ্ন

ভারতীয় ড্রাইভারের দেহেও করোনার চিহ্ন

এই প্রসঙ্গে রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মা বুধবার বলেন, ২৩ সদস্যের ইতালীয় পর্যটকদের এই দলটি আরও ২১৫ জনের সঙ্গে ব্যক্তিগত সংস্পর্শে আসে। পাশাপাশি ২১ থেকে ২৯শে ফেব্রুয়ারির মধ্যে ছয়টি জেলা সফর করেছিলেন তারা। গাড়িতে করে এই পর্যটকদের যিনি দেশের বিভিন্ন জায়গা ঘুরে দেখাচ্ছিলেন সেই ভারতীয় চালকের শরীরেও এখন করোনা ভাইরাসের চিহ্ন পাওয়া গেছে।

পুরভোটের আগে বড় ধাক্কা ঘাসফুল শিবিরে, ২ বিধানসভা এলাকায় শ'য়ে শ'য়ে কর্মীর যোগ বিজেপিতেপুরভোটের আগে বড় ধাক্কা ঘাসফুল শিবিরে, ২ বিধানসভা এলাকায় শ'য়ে শ'য়ে কর্মীর যোগ বিজেপিতে

English summary
14 italians who are attacked by corona virus transferred to gurugram hospital
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X