For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধানসভা ভোটের নিরাপত্তায় বাড়তি বাহিনী হরিয়ানায়

Google Oneindia Bengali News

২১ অক্টোবর হরিয়ানার বিধানসভা ভোট। তার আগে নিরাপত্তা জোরদার করতে বাড়তি বাহিনী পাঠানো হল রাজ্যে। ১০ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়েছে হরিয়ানায়। মোট ১৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী হরিয়ানার ভোট নিরাপত্তার দায়িত্বে থাকছে।

বিধানসভা ভোটের নিরাপত্তায় বাড়তি বাহিনী হরিয়ানায়

নিরাপত্তায় যাতে কোনও ফাঁক না থাকে সেজন্য কড়া ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ২ কোম্পানি করে মোট চার কোম্পানি আধাসেনা এবং এসএসবি, এক কোম্পানি সিআইএসএফ, পাঁচ কোম্পানি কর্নাটকের আইআরবি হরিয়ানায় মোতায়েন করা হয়েছে বলে জানিেয়ছেন হরিয়ানা পুলিসের উচ্চ পদস্থ আধিকারিক নভদীপ সিং ভিরক।

২১ অক্টোবরের বিধানসভা ভোট যাতে সুষ্ঠু এবং অবাধ হয় সেটিই মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

স্পর্শকাতর এলাকা গুলিতে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। ১৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ১০ কোম্পানিকে সোনপতে মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নভদীপ। ৯ কোম্পানি করে বাহিনী রোহতক এবং ফরিদাবাদে মোতায়েন করা হবে। আট কোম্পানি ঝিন্দে, আর সাত কোম্পানি করে ঝাজর, ভিওয়ানি, সরিসা, নাহু জেলায় তোমায়েন করা হবে। এছাড়া ৬ কোম্পানি করে কেন্দ্রীয় বািহনী কইথাল, পালওয়াল জেলায় মোতায়েন করা হবে বলেও জানিয়েছেন আধিকারিকরা। মোটের উপর বিধানসভা ভোটে অশান্তি আটকাতে কড়া নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করা হচ্ছে।

English summary
130 compani central security forces deployed in the Haryana for election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X