For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরিবারের ইচ্ছেয় সন্তানের জন্ম দিল আদালত থেকে গর্ভপাতের অনুমতি পাওয়া কিশোরী, চাঞ্চল্য মুম্বইয়ে

মুম্বইয়ের জেজে হাসপাতালে ৩২ মাসের গর্ভবতী কিশোরী সন্তান প্রসব করেছে পরিবারের ইচ্ছেয়।

  • |
Google Oneindia Bengali News

মুম্বইয়ের ১৩ বছরের কিশোরী সন্তানসম্ভবা হয়ে পড়েছিল। গর্ভপাত করাতে আদালতের দ্বারস্থ হয় পরিবার। নজিরবিহীন রায়ে আদালত গর্ভপাতের অনুমতিও দিয়েছিল। তবে সময় এলে পরিবার একেবারে একশো আশি ডিগ্রি ঘুরে জানিয়ে দেয় তারা গর্ভপাত করাবে না।

পরিবারের ইচ্ছেয় সন্তানের জন্ম দিল ৩২ মাসের গর্ভবতী কিশোরী

মুম্বইয়ের জেজে হাসপাতালে সেইমতো ৩২ মাসের গর্ভবতী কিশোরী সন্তান প্রসব করেছে পরিবারের ইচ্ছেয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার। পরিবারই কিশোরীকে নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। তবে রায় শোনার পর গর্ভের সন্তান নষ্ট করতে চায়নি পরিবার। শেষপর্যন্ত কিশোরী সন্তানের জন্ম দিয়েছে।

সদ্যজাতের জন্মের সময় ওজন হয়েছে ১.৮ কেজি। সিজার করার পরে শিশুটিকে এনআইসিইউ ইউনিটে রাখা হয়েছে। শিশুটি সুস্থ হলেও মাত্র ৩২ মাস বয়স হওয়ায় তার বেশিরভাগ অঙ্গই এখনও পরিপূর্ণ নয়। শিশুটিকে অক্সিজেনের সাপোর্টে রাখা হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

তারা যে সন্তানটি রাখতে চান তা তাদের আইনজীবী বা চিকিৎসককেও বলেনি কিশোরীর পরিবার। যে আইনজীবী আদালতে মামলা লড়েছেন, সেই শ্রেয়া মুখোপাধ্যায় জানিয়েছেন, এমন জানলে আমরা কষ্ট করে আদালতের দ্বারস্থ হতাম না।

English summary
13-year-old Mumbai girl who went to abort gives birth to baby at hospital
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X