For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্থূল কিশোরীকে পরীক্ষা করে দেখা গেল সে ২৭ সপ্তাহের গর্ভবতী, চাঞ্চল্য মুম্বইয়ে

মোটা হয়ে যাচ্ছে বলে ১৩ বছরের কিশোরীকে পরীক্ষা করানোর পর চক্ষু চড়কগাছ চিকিৎসক সহ পরিবারের সদস্যদের। কারণ মেয়েটি সাড়ে ছয় মাসের গর্ভবতী।

  • |
Google Oneindia Bengali News

মেয়ে স্থূল হয়ে যাচ্ছে। সম্ভবত থাইরয়েডের সমস্যা হলেও হতে পারে। সেই ভেবে ১৩ বছরের কিশোরীকে পরীক্ষা করানোর পর চক্ষু চড়কগাছ চিকিৎসক সহ পরিবারের সদস্যদের। কারণ মেয়েটি সাড়ে ছয় মাসের গর্ভবতী।

স্থূল কিশোরীকে পরীক্ষা করে দেখা গেল সে ২৭ সপ্তাহের গর্ভবতী

ঘটনাটি ঘটেছে দক্ষিণ মুম্বইয়ের পাশের শহরতলিতে। এমন অবস্থা জানাজানি হওয়ার পরে শোরগোল পড়ে গিয়েছে। স্থানীয় চিকিৎসকের কাছে পরীক্ষা করাতে গিয়েই এমন সত্য উদঘাটিত হয়েছে। কেন মেয়ে মোটা হয়ে যাচ্ছে। সেটাই পরিবার জানতে গিয়েছিল। বদলে যা জানতে পেরেছে তাতে সকলেই অবাক।

পুলিশ বলছে, মেয়েটির সঙ্গে কে যৌন নির্যাতন করেছে সে তা বলতে পারেনি। এদিকে আইনানুযায়ী ২০ সপ্তাহের বেশি গর্ভবতী হলে গর্ভপাত করানো যায় না। এক্ষেত্রে সাত সপ্তাহ বেশি সময় পেরিয়ে গিয়েছে।

এই অবস্থায় উপায় না দেখে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে পরিবার। যদি কোনওভাবে উপায় বের হয়। মেয়ের পরিবারের তরফে থানায় অভিযোগও জানানো হয়েছে। মেয়েটির শারীরিক পরীক্ষা রিপোর্ট সামনে এলে তদন্তে নেমে অভিযুক্তের খোঁজ পাওয়া সম্ভব হবে বলে পুলিশ মনে করছে। এদিকে ঘটনার জেরে আতঙ্কিত কিশোরীর চিকিৎসা চলছে জেজে হাসপাতালে।

English summary
13-year-old Mumbai girl pregnant for 27 weeks, obesity scan reveals
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X