For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘন কুয়াশায় যমুনা এক্সপ্রেসওয়ের ওপর পরপর গাড়ি দুর্ঘটনা, মৃত ১

যমুনা এক্সপ্রেসওয়ের ওপর ১৩টি গাড়ির একসঙ্গে সংঘর্ষে মৃত্যু হল একজনের, জখম হলেন ১৩জন। বুধবার সকালে ঘন কুয়াশার কারণে এই গাড়িগুলি একটার সঙ্গে আরেকটির ধাক্কা লাগে।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

যমুনা এক্সপ্রেসওয়ের ওপর ১৩টি গাড়ির একসঙ্গে সংঘর্ষে মৃত্যু হল একজনের, জখম হলেন ১৩জন। বুধবার সকালে ঘন কুয়াশার কারণে এই গাড়িগুলি একটার সঙ্গে আরেকটির ধাক্কা লাগে। যদিও আহতের কারও চোট গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পরই তাদের ছেড়ে দেওয়া হয়।

ঘন কুয়াশায় যমুনা এক্সপ্রেসওয়ের ওপর পরপর গাড়ি দুর্ঘটনা, মৃত ১

দানকৌরের এসএইচও ফারমুদ আলি জানিয়েছেন, দুর্ঘটনাটি দুদিকের লেনেই হয়েছে। বুধবার ভোরে ওই সময় পাঁচটি গাড়ি আগরার দিকে যাচ্ছিল এবং ৮টি গাড়ি দিল্লির দিকে। যমুনা এক্সপ্রেসওয়ের ওপরই একটি ফ্লাইওভারের কাজ চলায় দুই দিকেরই রাস্তার ওপর ডাইভার্সান করা হয়েছিল। রাস্তা যেখানে ঘোরানো হয়, সেখানে রিফ্লেক্টর বসানো থাকলেও ঘন কুয়াশার কারণে তা দেখতে পাননি চালক।

আচমকা সামনে ওই ব্যারিকেড দেখতে পেয়ে সজোরে ব্রেক কষেন প্রথম গাড়ির চালক। তাঁর গাড়ি থামলেও পরের গাড়িগুলি সময়মত থামাতে পারেননি চালকরা। পরপর গাড়িতে ধাক্কা লাগতে থাকে। এই দুর্ঘটনার পর বেশ কয়েকটি গাড়ি ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হলেও বেশি ক্ষতিগ্রস্থ কয়েকটি গাড়ি অনেক বেলা পর্যন্ত ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এদিকে মৃতের পরিচয় এখনও জানা যায়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে ভোর ৬.৩০ নাগাদ এই ঘটনার পর ব্যাপক যানজটের সৃষ্টি হয় যমুনা এক্সপ্রেসওয়ের ওপর। যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক হতে বেলা গড়িয়ে যায়।

[আরও পড়ুন: মাত্রা ছাড়া দূষণ, বন্ধ রাজধানীর সব প্রাথমিক স্কুল][আরও পড়ুন: মাত্রা ছাড়া দূষণ, বন্ধ রাজধানীর সব প্রাথমিক স্কুল]

English summary
Due to dense smog, 13 vehicles pile up on Yamuna Expressway, 1 killed, 6 injured.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X