For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাশ ফস্কে যাচ্ছে মায়াবতীর হাত থেকে, পৃথক দল চেয়ে স্পিকারের দ্বারস্থ ১২ বিদ্রোহী বিধায়ক

দলের রাশ বেরিয়ে যাচ্ছে মায়াবতীর হাত থেকে, পৃথক দল চেয়ে স্পিকারের দ্বারস্থ ১২ বিদ্রোহী বিধায়ক

Google Oneindia Bengali News

২০২২-এ বিধানসভা ভোট উত্তর প্রদেশে। তার আগেই উত্তাল উত্তর প্রদেশের রাজ্য রাজনীতি। বিএসপির ১২ বিদ্রোহী বিধায়ক মায়াবতীন নেতৃত্ব মানতে নারাজ। পৃথক দল গড়তে চাইছেন তাঁরা। এই নিয়ে বিধানসভার স্পিকারের কাছে দাবি জানিয়েছেন তাঁরা। এদিকে আবার বেশ কয়েকজন বিএসপি বিধায়ক দেখা করেছেন সরা নেতা অখিলেশ যাদবের সঙ্গে। পাঞ্জাবে অকালি দলের সঙ্গে জোট গড়ার পরেই বিএসপিতে একের পর এক ধাক্কা আসতে শুরু করেছে উত্তর প্রদেশে।

বাংলার দলবদলের সংক্রমণ যোগী রাজ্যেও, মায়াবতীর সঙ্গ ত্যাগ করে অখিলেশ শিবিরে ৯ বিধায়ক বাংলার দলবদলের সংক্রমণ যোগী রাজ্যেও, মায়াবতীর সঙ্গ ত্যাগ করে অখিলেশ শিবিরে ৯ বিধায়ক

উত্তর প্রদেশে সংকট

উত্তর প্রদেশে সংকট

উত্তর প্রদেশে রাজনৈতিক সংকট চরমে পৌঁছে গিয়েছে। যােক বলে বিরোধী শিবির উথাল পাথাল। বিএসপির অন্দরে বিদ্রোহ প্রকাশ্যে চলে এসেছে। মায়াবতীর হাত থেকে দলের রাশ বেরিয়ে যেতে শুরু করেছে। এদিকে পাঞ্জাবে অকালি দলের সঙ্গে জোট গড়ে ফেলেছেন মায়াবতী সেখানে আসন ভাগাভাগীও ঠিক হয়ে গিয়েছে। কোন পথে অকালি দলের সঙ্গে হাত মিলিয়ে বিএসপি লড়বে তার রণকৌশলও ঠিক হয়ে গিয়েছে।

বিদ্রোহী বিএসপি বিধায়করা

বিদ্রোহী বিএসপি বিধায়করা

ভোট এগিয়ে আসতেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিত টানা পোড়েন। উত্তর প্রদেশে এখন সরগরম মায়াবতীর দলকে নিয়ে। একের পর এক বিদ্রোহী বিধায়করা মায়াবতীর নাগাল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেছেন বেশ কয়েকজন বিএসপি বিধায়ক। সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব তাঁদের সঙ্গে আলাদা করে বৈঠকও করেছেন। তারপরেই জল্পনার পারদ চড়তে শুরু করেছে। প্রায় ১৮ জন বিএসপি বিধায়ক দেখা করেন অখিলেশ যাদবরে সঙ্গে। তাঁদের মধ্যে ৯ জন বিধায়ক গত এক বছর ধরে সাসপেন্ড হয়ে রয়েছেন। মনে করা হচ্ছে ভোটের আগে এঁরা সমাজবাদী পার্টিতে যোগ দিতে পারেন।

পৃথক দলের দাবি

পৃথক দলের দাবি

এদিকে আবার বিএসপির ১২ জন বিধায়ক মায়াবতীর নেতৃত্ব মানতে নারাজ। তাঁরা পৃথক দল গড়তে চাইছেন। এই নিয়ে বিধানসভার স্পিকারের সঙ্গে কথাও বলেছেন এই ১২ বিএসপি বিধায়ক। এই নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তাহলে কী উত্তর প্রদেশে অস্তিত্ব হারাতে চলেছে মায়াবতীর দল এই নিয়ে উত্তাল রাজনৈতিক মহল।

পাঞ্জাবে জোট

পাঞ্জাবে জোট

এদিকে আবার পাঞ্জাবে অকালি দলের সঙ্গে জোট গড়েছেন মায়াবতী। গত শনিবারই সেই জোটের আনুষ্ঠানিক ঘোষণা করেছেন অকালি দলের নেতা সুখবীর সিং বাদল। কৃষি আইনের বিরোধিতায় বিজেপির হাত ছেড়ে বেরিয়ে এসেছে শিরোমণি অকালি দল। এবার তারা বিএসপির সঙ্গে হাত মিলিয়ে পাঞ্জাবের ভোটে লড়াইয়ে সামিল হচ্ছেন। আসন ভাগাভাগীও চূড়ান্ত হয়ে গিয়েছে পাঞ্জাবে।

English summary
12 reble BSP MLA want to form separate party and meet UP assembly speaker
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X