For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাকরির সুযোগ তৈরি করতে ব্যর্থতার তালিকায় কোন রাজ্যগুলি! পরিসংখ্যান চমকে দেওয়ার মত

রাজ্য হোক বা কেন্দ্র, সরকারের সামনে 'বেকারত্ব' একটি বড় চ্যালেঞ্জ। লোকসভা নির্বাচনের আগে ভোট ব্যাঙ্ক পোক্ত করতে বেকারত্ব তথা চাকরির সুযোগ তৈরি করা প্রাসঙ্গিক ইস্যু হয়ে উঠছে।

  • |
Google Oneindia Bengali News

রাজ্য হোক বা কেন্দ্র, সরকারের সামনে 'বেকারত্ব' একটি বড় চ্যালেঞ্জ। লোকসভা নির্বাচনের আগে ভোট ব্যাঙ্ক পোক্ত করতে বেকারত্ব তথা চাকরির সুযোগ তৈরি করা প্রাসঙ্গিক ইস্যু হয়ে উঠছে। আর এই চাকরির সুযোগ বৃদ্ধি নিয়েই এবার ক্রিজলের নতুন পরিসংখ্যান সামনে আসছে। দেশের মধ্যে অনেক ক'টি বড় রাজ্য এবার চাকরির সুযোগ তৈরি করতে গিয়েও ব্যর্থ হয়েছে। দেখে নেওয়া যাক পরিসংখ্যান কী বলছে।

 ২০১৮ এ কী হাল ছিল?

২০১৮ এ কী হাল ছিল?

ক্রিজলের রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সালে ১.১ কোটি মানুষ চাকরি হারিয়েছেন ভারতে।১১ টি রাজ্য দেশে চাকরির সুযোগ তৈরি করতেই ব্যর্থ হয়েছে। নির্মাণ, উৎপাদন, ব্যবসা, পরিবহন সংক্রান্ত একাধিক বিষয়ের ওপর চাকরির সুযোগ তৈরি করতেই ব্যর্থ হয়েছে সরকার।

বড় রাজ্যগুলির অবস্থা

বড় রাজ্যগুলির অবস্থা

দেশের একাধিক বড় রাজ্যগুলি যেমন গুজরাত, হরিয়ানা, বিহারে চাকরির সুযোগ তৈরি করার মত পরিস্থিতি থাকলেও , সেই সমস্ত রাজ্য গত অর্থবর্ষে অনেকটাই পিছিয়ে পড়েছে। সুযোগ বৃদ্ধির ক্ষেত্রে বড় রাজ্যগুলির মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে রাজস্থান, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ।

কেন পিছিয়ে পড়েছে?

কেন পিছিয়ে পড়েছে?

রিপোর্ট বলছে, রাজ্য বাজেট ও অর্থবর্ষে অর্থ বণ্টনের মধ্যে সামঞ্জস্য তুলে ধরতে গিয়ে বহু রাজ্য পিছিয়ে পড়েছে। বহু রাজ্যই দেশের বাজেটের চালিকা শক্তি হয়ে ওঠার সম্ভাবনা দেখিয়েও লাভের অঙ্ক তৈরির ক্ষেত্রে সমস্যায় পড়েছে।

খরচের তুলনায় উন্নতি হয়নি!

খরচের তুলনায় উন্নতি হয়নি!

রাজস্থান , উত্তরপ্রদেশ , ঝাড়খণ্ডে সেচ , স্বাস্থ্য ক্ষেত্রে বিনিয়োগ প্রচুর পরিমাণে হওয়া সত্ত্বেও সেভাবে তা থেকে উন্নতির ছবি স্পষ্ট হয়নি। ফলে , সেদিক থেকেও রাজ্যগুলি খানিকটা পিছিয়ে গিয়েছে।

English summary
Even as 12 large states grew faster than national GDP in FY18, the same has not translated into job creation, as GSDP expansion has come in from sectors which are less job-intensive, says a report.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X