For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পোলিওর বদলে হ্যান্ড স্যানিটাইজার, অসুস্থ ১২ জন শিশু, বহিষ্কৃত ৩ জন নার্স

পোলিওর বদলে হ্যান্ড স্যানিটাইজার, অসুস্থ ১২ জন শিশু, বহিষ্কৃত ৩ জন নার্স

Google Oneindia Bengali News

পোলিও টিকাকরণের প্রথম দিনই ঘটল বেনজির ঘটনা। পোলিও ফোঁটার বদলে হ্যান্ড স্যানিটাইজার খাওয়ানো হল শিশুদের। যার ফলে ১২ জন শিশু হাসপাতালে ভর্তি। গাফিলতির এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের ঘাতাঞ্জির কাপসি–কোপারি গ্রামের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।

বহিষ্কৃত তিন নার্স

বহিষ্কৃত তিন নার্স

রবিবারের এই ঘটনার প্রাথমিক তদন্তের পর সোমবার জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ তিনজন নার্সকে বহিষ্কৃত করে দেয়। জানা গিয়েছে, রবিবার ১-৫ বছর বয়সী ২০০০ শিশু তাদের অভিভাবকদের সঙ্গে পোলিও টিকাকরণ কর্মসূচীতে লাইনে দাঁড়িয়েছিল। প্রসঙ্গত জাতীয় টিকাকরণ ড্রাইভ রবিবার সকাল থেকে শুরু হয়। সরকারিভাবে জানা গিয়েছে, কিছুজন শিশুকে পোলিওর বদলে হ্যান্ড স্যানিটাইজার খাওয়ানো হয়। যার ফলে শিশুদের বমি বমি ভাব, পেটে ব্যাথা ও বমি হওয়া শুরু হয়ে যায়, যা অভিভাবক ও স্বাস্থ্য অধিকর্তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। ১ থেকে ৫ বছরের ওই শিশুদের তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বসন্তরাও নায়েক সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

স্থিতিশীল শিশুরা

স্থিতিশীল শিশুরা

বসন্তরাও হাসপাতালের ডিন ডাঃ মিলন্দ কাম্বলি বলেন, '‌এখন শিশুদের শারীরিক অবস্থা স্থিতিশীল ও উন্নতি করছে। তাদের অনবরত পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের অবস্থার ওপর নির্ভর করে শিশুদের মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়া হতে পারে।'‌ মিলিন্দ কাম্বলি আরও জানান, যে মুখে হ্যান্ড স্যানিটাইজার চলে যাওয়ায় প্রাণহানির কোনও আশঙ্কা নেই৷ হ্যান্ড স্যানিটাইজারে সাধারণত ৭০ শতাংশ অ্যালকোহল থাকে৷ তবে বাচ্চাদের স্বাস্থ্যে যা জটিলতা সৃষ্টি করতে পারে।

 ঘটনার তদন্ত করা হবে

ঘটনার তদন্ত করা হবে

ইয়াভাতমলের কালেক্টর দেবেন্দর সিং রবিবার রাতেই হাসপাতালে গিয়ে শিশুদের খোঁজখবর নিয়ে এসেছেন ৷ তিনি জেলা পরিষদের সিইও শ্রীকৃষ্ণ পাঞ্চালকে নির্দেশ দিয়েছেন গ্রামে গিয়ে পুরো ঘটনার তদন্ত করতে ৷ পাঞ্চাল জানিয়েছেন নার্সরা ভুল করে পোলিওর বোতলের বদলে তার পাশে থাকা হ্যান্ড স্যানিটাইজার তুলে নিয়েছিলেন ৷ এই ঘটনায় আরও তিন স্বাস্থ্যকর্মীকেও নজরে রাখা হয়েছে ৷

জাতীয় পোলিও কর্মসূচী

জাতীয় পোলিও কর্মসূচী

৩১ জানুয়ারি জাতীয় পোলিও টিকাকরণ কর্মসূচী শুরু হয়েছে, যা শনিবার রাষ্ট্রপতি ভবন থেকে সূচনা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

প্রতীকী ছবি

সোনার দাম বাজেটের পরদিনই হু হু করে পতনমুখী! ২ ফেব্রুয়ারি কলকাতায় দর একনজরে সোনার দাম বাজেটের পরদিনই হু হু করে পতনমুখী! ২ ফেব্রুয়ারি কলকাতায় দর একনজরে

English summary
12 kids given sanitizer instead of polio drops 3 nurse suspended
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X