For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইআইটিতে ভর্তির জন্য প্রয়োজন নেই দ্বাদশ শ্রেণীর মার্কশিটের, ঘোষণা এইচআরডি মন্ত্রীর

Google Oneindia Bengali News

সদ্য উত্তীর্ণ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য স্বস্তির খবর। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (‌আইআইটি) সিদ্ধান্ত নিয়েছে যে তারান তাদের ভর্তির পদ্ধতিতে বদল নিয়ে আসবে এবং করোনা ভাইরাস মহামারির কারণে উচ্চমাধ্যমিকে বেশ কিছু বিষয়ের পরীক্ষা হয়নি, সেই জন্য ভর্তির সময় দ্বাদশ শ্রেণীর ফলাফল দেখা হবে না বলে শুক্রবারই ঘোষণা করেছেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক।

আইআইটিতে ভর্তির নিয়মে বদল

জানা গিয়েছে, জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স (‌জেইই)‌ পরীক্ষায় সফল হলেই আইআইটিতে ভর্তি হতে পারবে ইচ্ছুক পড়ুয়ারা। প্রসঙ্গত, আইআইটিতে ভর্তি হতে গেলে জয়েন্ট এন্ট্রান্স পাস করার পর দ্বাদশ শ্রেণিতে ৭৫ শতাংশ নম্বর পেতে হয় অথবা তাদের যোগ্যতার পরীক্ষায় শীর্ষ ২০ শতাংশের মধ্যে র‌্যাঙ্ক করতে হয়। সারা দেশের ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তির জন্য জেইই–মেইনস পরিচালিত হলেও এটি জেইই–অ্যাডভান্সডের যোগ্যতা পরীক্ষা হিসাবে বিবেচিত হয়।

মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী শুক্রবার টুইট করে বলেন, 'বেশ কয়েকটি বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা আংশিক বাতিল হওয়ার কারণে, জয়েন্ট অ্যাডমিশন বোর্ড (জ্যাব) এবার জেইই (অ্যাডভান্সড), ২০২০–এর জন্য যোগ্যতার মানদণ্ড শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। যোগ্য প্রার্থীদের এবার‌ আর দ্বাদশ শ্রেণীর মার্কশিট দেখা হবে না।’‌ বোর্ড পরীক্ষায় বহু বিষয় বাতিল হয়ে যাওয়ার কারণে গড়ে নম্বর দেওয়া হয়েছে। তাই সেই নম্বরের ভিত্তিতে ভর্তি বাতিল করল আইআইটি।

এ বছর সিবিএসই ও সিআইএসসিই দশম শ্রেণী ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছে। কারণ করোনা ভাইরাসের সংক্রমণের কারণে পড়ুয়াদের সুরক্ষা প্রধান হয়ে দাঁড়িয়েছিল। বোর্ডগুলি ইতিমধ্যে পরিচালিত পরীক্ষাগুলিতে পারফরম্যান্স বা অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে বিকল্প মূল্যায়ন স্কিমগুলি ব্যবহার করে তাদের নিজ নিজ ফলাফল ঘোষণা করেছে।

অন্যদিতে জেইই মেইনস পরীক্ষা দু’‌বার পিছিয়ে দেওয়া হয়েছে। সেই পরীক্ষা হবে ১ থেকে ৬ সেপ্টেম্বর। অপরদিকে জেইই অ্যাডভান্সড, যা আইআইটি নেয়, তার পরীক্ষা হবে ২৭ সেপ্টেম্বরে।

English summary
This year, the criteria for admission in IITs were changed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X