For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্র বিজেপিতে ভাঙন! দলবদলে বিধায়করা কংগ্রেস-এনসিপির পথে

মহারাষ্ট্রে অন্তত ১২ জন বিজেপি বিধায়কের দলবদলের আশঙ্কায় ভুগছে পদ্ম শিবির। এমনটাই জানা গিয়েছে। মহারাষ্ট্র থেকে বিজেপির মনোনীত রাজ্যসভা সদস্যেরও এই দলবদলের তালিকায় নাম রয়েছে বলে জানা গিয়েছে।

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে অন্তত ১২ জন বিজেপি বিধায়কের দলবদলের আশঙ্কায় ভুগছে পদ্ম শিবির। এমনটাই জানা গিয়েছে। মহারাষ্ট্র থেকে বিজেপির মনোনীত রাজ্যসভা সদস্যেরও এই দলবদলের তালিকায় নাম রয়েছে বলে জানা গিয়েছে। চলতি বছরের লোকসভা ও রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে বেশ কয়েকজন কংগ্রেস ও এনসিপি নেতাকে বিজেপি ভাঙিয়ে নিজেদের দলে এনেছিল। এবার রাজ্যের পালাবদলের আবহে সেই সব বিধায়ক ও নেতারার ফের পুরোনো শিবিরে ফিরে যাবে বলে খবর পাওয়া যাচ্ছে।

কংগ্রেস ও এনসিপির দাবি

কংগ্রেস ও এনসিপির দাবি

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই কংগ্রেস ও এনসিপির তরফে দাবি করা হয়েছিল যে বিজেপি থেকে বেশ কয়েকজন তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আর এখন সরকার গঠন হয়ে যাওয়ার সূত্রের খবর, সেই যোগাযোগ আরও বেড়েছে। বিজেপি থেকে রাজ্যের কুর্সি আগেই ছিনিয়ে নিয়েছিল মহা বিকাশ আঘাড়ি জোট। এখন তারা পদ্ম শিবিরকে আরও বড় ধাক্কা দেওয়ার প্রস্তুতি করছে।

মহারাষ্ট্র কংগ্রেস সভাপতির বক্তব্য

মহারাষ্ট্র কংগ্রেস সভাপতির বক্তব্য

কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ রাখা বেশ কয়েকজন বিজেপি বিধায়ক ইস্তফা দিয়ে ফের নির্বাচনে লড়তেও তৈরি আছেন। কংগ্রেসের মহারাষ্ট্র রাজ্য সভাপতি বালাসাহেব থোরাট এই বিষয়ে বলেন, 'বিজেপির পতন শুরু হয়েছে। বিজেপির মধ্যে সেই নেতাদের একঘরে করে দেওয়াতে আমাদেরও কষ্ট হচ্ছে।'

জয়ন্ত পাটিলের বক্তব্য

জয়ন্ত পাটিলের বক্তব্য

এদিকে এই বিষয়ে জয়ন্ত পাটিল বলেন, 'কেউ যদি আমাদের দলে যোগ দিতে চায় তবে আমরা ঠিক করে সবার সঙ্গে বসে আলোচনা করব। কোনও দল ভাঙানো আমোদের কায়দা না। আমরা স্থানীয় নেতাদের সঙ্গে এই বিষয়ে কথা বলব। তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে কথা বলে তবে সিদ্ধান্ত নেওয়া হবে।' তিনি আরও বলেন, 'এটা সত্যি যে আমাদেরকে ছেড়ে যারা চলে গিয়েছিলেন, তাঁদের নেকেই দলে ফেরার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। আমাদের সঙ্গে তাঁদের কথা চলছে।'

দাবি খারিজ বিজেপির

দাবি খারিজ বিজেপির

এদিকে এই বিষয়টি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন রাজ্য় বিজেপি নেতা আশিষ শেলার। তিনি বলেন, 'মহা বিকাশ আঘাড়ি নেতাদের চক্রান্ত এটা। নিজেদের ব্যর্থতা ঢাকতে এই সব গুজব রটাচ্ছে তারা। তারা এখনও চয়জন মন্ত্রীকে মন্ত্রক বন্টণ করতে পারল না আর ওরা নাকি বিজেপি থেকে ১২ জন বিধায়ককে ভাঙিয়ে নিয়ে যাবে!'

জল্পনার সূত্রপাত পঙ্কজা মুণ্ডেকে দিয়ে

জল্পনার সূত্রপাত পঙ্কজা মুণ্ডেকে দিয়ে

এদিকে এই সব জল্পনা শুরু হয় বিজেপি নেত্রী পঙ্কজা মুণ্ডের একটি টুইট থেকে। মহারাষ্ট্রে শিবসেনা সরকার গড়ার পর থেকেই এমন একটা বেসুরো শোনাচ্ছিল বিজেপি নেত্রী পঙ্কজা মুণ্ডেকে। নিজের টুইটার অ্যাকাউন্টের বায়ো থেকে বাদ দিয়েছেন বিজেপি শব্দটি। তার পরিবর্তে সাধারণ একটি লাইল ট্যাগ করেছেন। তাই নিয়ে মতুন করে জল্পনা শুরু হয়েছে। তাহলে কী বিজেপির সঙ্গে সম্পর্ক ভাঙতে চলেছেন পঙ্কজা মুণ্ডে। এরপরেই আরও ১২ জন বিধায়কের দলবদলের জল্পনা উস্কে দেয় কংগ্রেস-এনসিপি।

তিনি খুশি, মিলেছে ন্যায় বিচার! তেলেঙ্গানা এনকাউন্টার নিয়ে প্রতিক্রিয়া নির্ভয়ার মায়েরতিনি খুশি, মিলেছে ন্যায় বিচার! তেলেঙ্গানা এনকাউন্টার নিয়ে প্রতিক্রিয়া নির্ভয়ার মায়ের

English summary
12 bjp mlas allegedly in talks with congress and ncp over switch
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X