For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বন্যায় বিপর্যস্ত অসম, ১১৯ জন ট্রেন যাত্রীকে উদ্ধার করল বায়ুসেনা

বন্যায় বিপর্যস্ত অসম,১১৯জন ট্রেনযাত্রীকে উদ্ধার করল বায়ুসেনা

Google Oneindia Bengali News

অসমে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে । ১১৯জন যাত্রীকে উদ্ধার করেছে বায়ুসেনা। ইতিমধ্যেই একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গে হাত লাগিয়েছে বায়ু সেনাও। বন্যা দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া এবং সেখান থেকে দুর্গতদের উদ্ধার করার কাজ করছে বায়ু সেনা।

ভয়াবহ বন্যা অসমে

ভয়াবহ বন্যা অসমে

মে মাসেই অসমে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। গত তিন দিন ধরে অসমে প্রবল বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভেসে গিয়েছে একাধিক গ্রাম। অসমের কাছাড়, কামরূপ, কার্বি আঙলং সহ প্রায় ১৬টি জেলা বন্যায় বিপর্যস্ত। ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৫,০০০-র বেশি মানুষ। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে।এর আগে মে মাসে এমন প্রবল বর্ষণ আর বন্যা পরিস্থিতি তৈরি হয়নি অসমে। রাজ্যের ৬৫টি গ্রাম জলমগ্ন হয়ে রয়েছে। একাধিক রাজ্য সড়কের উপর দিয়ে জল বইছে। যার জেরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে একাধিক গ্রাম।

উদ্ধারকাজে বায়ুসেনা

উদ্ধারকাজে বায়ুসেনা

অসমে প্রবল বর্ষণে এবং ভূমি ধসং ৩ জন মারা গিয়েছেন। একাধিক জায়গায় এখন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। ১৭৩২ হেক্টরোর বেশি চাষের জমি ক্ষতিগ্রস্ত। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গে হাত মিলিয়েছে বায়ুসেনাও। একাধিক জায়গায় থেকে হেলিকপ্টারের সাহায্যে দুর্গতদের সরিয়ে নিয়ে আসা হচ্ছে। এমনকী হেলিকপ্টারে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। একাধিক সড়ক জলে ভেসে যাওয়ায় সড়ক পথে যাওয়া যাচ্ছে না। অসমের কুঞ্জুং, ফিয়াংপুই, মৌলহি, নামজুরাং, সাউথ বাগেটর, মাধব টিলা, কালীবাড়ি, নর্থ বাগেটর, জিওন, লোধি পাগমোল সহ একাধিক জায়গায় ভূমি ধসের ঘটনা ঘটেছে। প্রায় ৮০টি বাড়ি ভূমি ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে।

১১৯টি ট্রেন বাতিল

১১৯টি ট্রেন বাতিল

প্রবল বন্যার কারণে অসমের বিভিন্ন জায়গায় ট্রেন লাইন ডুবে গিয়েছে। তার জেরে একাধিক ট্রেন বাতিল করতে হয়েছে রেলওয়েকে। িশলচর-গুয়াহাটি গামী একাধিক ট্রেন কাছাড় জেলায় আটকে রয়েছে। ১১৯ জনকে বায়ুসেনা উদ্ধার করেছে। বন্যার কারণে একাধিক রেল লাইনে ধস নেমেছে। বিপজ্জন অবস্থায় রয়েছে রেল ট্র্যাকগুলি। সেকারণে ট্রেন চালানোর সাহস দেখাতে পারছে না রেলওয়ে। মাহুর-ফাইডিং এলাকায় রেললাইনে ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। অসমের ৫ জেলা ভয়ঙ্কর ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে অসময়ের বন্যায়।

ভারী বৃষ্টির সতর্কতা

ভারী বৃষ্টির সতর্কতা

অসমে ১৮ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আইএমডি। অসম, মেঘালায়, মণিপুর, পশ্চিমবঙ্গের উত্তরভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে আগামী কয়েকদিন। বন্যা পরিস্থিতির মধ্যে আরও বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। অসমের বন্যা বিদ্ধস্ত এলাকায় সেকারণে তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ শুরু করা হয়েছে।

English summary
Assam Flood update news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X