গ্রেফতার ১,১১৩ জন, কড়া নজরদারি যোগী রাজ্যে
উত্তরপ্রদেশে সিএএ নিয়ে প্রতিবাদ, যা পরে হিংসাত্মক ঘটনায় রূপান্তরিত হয়, মোট ১,১১৩ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, 'হিংসাত্মক ঘটনার সঙ্গে জড়িত মোট ১,১১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সিএএ বিরোধী বিক্ষোভ চলাকালীন ৫, ৫৫৮ জনের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে যে প্রতিবাদে সামিল হওয়ার জন্য ৩২৭ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এবং গোটা রাজ্যে ১৯ জনের প্রাণ গিয়েছে। পুলিশ জানিয়েছে, '২৮৮ জন আহত এবং ৬১ জন গুলিতে আহত হয়েছেন।’ এছাড়াও প্রতিবাদের জায়গা থেকে ৩৫ টি দেশীয় পিস্তল, ৬৯টি লাইভ কার্তুজ এবং ৬৪৭টি কার্তুজ বাজেয়াপ্ত করেছে পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়, সোশ্যাল মিডিয়া থেকে যাতে কোনও উস্কানিমূলক প্ররোচনা না আসতে পারে।
পুলিশি বিবৃতিতে বলা হয়েছে, '১২৪ জন মানুষ গ্রেফতার হয়েছে সোশ্যাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট করার জন্য। এ সংক্রান্ত এফআইআর হয়েছে ৯৩ জনের বিরুদ্ধে ১৯৪০৯টি পোস্ট করার ভিত্তিতে। এর মধ্যে ৯৩৭২টি টুইটার, ৯৮৫৬টি ফেসবুক ও ১৮১টি ইউটিউব অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে।’ গোটা উত্তরপ্রদেশ জুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। শুক্রবারের নমাজে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কড়া নিরাপত্তায মুড়ে ফেলা হয়েছে রাজ্যকে। পুলিশ জানিয়েছে, ভাঙচুরের জন্য বিভিন্ন জেলা জুড়ে ৩৭২ জনকে নোটিস দেওয়া হয়েছে, যাতে তারা ক্ষতিপূরণ দেয়। গত সপ্তাহে সিএএ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে উত্তরপ্রদেশ। যার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়।