For Daily Alerts

ঝাড়খণ্ডে ফের মাওবাদী হামলা! আশঙ্কাজনক ১১ জওয়ান
মাওবাদীদের পেতে রাখা আইইডি বিস্ফোরণে আহত হলেন নিরাপত্তা বাহিনীর ১১ জওয়ান। ভোর ৪.৫৩ নাগাদ এই বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে।
মাওবাদীদের পেতে রাখা আইইডি বিস্ফোরণে আহত হলেন নিরাপত্তা বাহিনীর ১১ জওয়ান। ভোর ৪.৫৩ নাগাদ এই বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। ঝাড়খণ্ডের সরাইকেলার কুচাইয়ে হওয়া এই বিস্ফোরণে ২০৯ কোবরা বাহিনীর ৮ জওয়ান এবং ঝাড়খণ্ড পুলিশের ৩ জওয়ান আহত হন। সকালেই আহত জওয়ানদের চিকিৎসার জন্য হেলিকপ্টারে রাঁচিতে নিয়ে যাওয়া হয়।

জঙ্গল যুদ্ধে পারদর্শী সিআরপিএফ-এর কোবরা বাহিনীর জওয়ানরা। তাঁদেরকে মূলত মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতেই পাঠানো হয়। এদিনের বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু হয়েছে।
#UPDATE: The 11 injured jawans were airlifted for Ranchi at 6:52 AM. More details awaited. https://t.co/VK93vGrmIH
— ANI (@ANI) May 28, 2019
ভোট চলাকালীন ১ মে মহারাষ্ট্রের গড়চিরোলিতে আইইডি বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ১৫ পুলিশকর্মী এবং এক গাড়ির চালকের।
Comments
English summary
11 security personnel have been injured in a ied blast made by maoist in Jharkhand