For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘূর্ণিঝড় গাজার দাপটে তামিলনাড়ুতে প্রাণ গেল ১১ জনের, ক্ষতিপূরণ ঘোষণা সরকারের

ঘূর্ণিঝড় গাজা-র দাপটে তামিলনাড়ুতে প্রাণ গেল ১১ জনের।

  • |
Google Oneindia Bengali News

ঘূর্ণিঝড় গাজা-র দাপটে তামিলনাড়ুতে প্রাণ গেল ১১ জনের। সরকার দুর্যোগ মোকাবিলায় সমস্ত রকমের ব্যবস্থা নিয়েছিল। প্রায় ৮০ হাজার মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছিল। তা সত্ত্বেও বেশ কয়েকজনের মৃত্যু আটকানো গেল না। ঘূর্ণিঝড়ের দাপটে আহতও হয়েছেন বেশ কয়েকজন। ১২০ কিমি বেগে ভোররাতে তামিলনাড়ুতে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়।

ঘূর্ণিঝড় গাজার দাপটে তামিলনাড়ুতে প্রাণ গেল ১১ জনের, ক্ষতিপূরণ ঘোষণা সরকারের

মুখ্যমন্ত্রী ই পলানিস্বামীর সরকার মৃতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে। রাজ্যের মন্ত্রী এমসি সম্পত ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

নাগাপট্টিনেম সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। কয়েকশো গাছ উপড়ে গিয়েছে। বহু বাড়ি ভেঙে পড়েছে। গোটা এলাকা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। কুড্ডালোর, থোন্ডি, পাম্বান, কারাইক্কাল এমনকী পণ্ডিচেরিতেও ভারী বৃষ্টিপাত হয়েছে। সেখানে অতিবৃষ্টিতে বেশ কিছু বাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে।

মোট ছয়টি জেলার ৮১ হাজার ৯৪৮ জনকে ৪৭১টি ত্রাণ শিবিরে নিয়ে আশ্রয় দেওয়া হয়েছে বলে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে স্কুল-কলেজে বৃহস্পতিবারের পর এদিন শুক্রবারও ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ই পলানিস্বামী গোটা পরিস্থিতির ওপরে নজর রাখছেন।

[আরও পড়ুন: তামিলনাড়ুতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় 'গাজা', তছনছ নাগাপট্টিনম, ছয়টি জেলায় লাল সতর্কতা][আরও পড়ুন: তামিলনাড়ুতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় 'গাজা', তছনছ নাগাপট্টিনম, ছয়টি জেলায় লাল সতর্কতা]

English summary
11 dead as cyclone Gaja pounds coastal Tamil Nadu, will be given ex-gratia by govt.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X