For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চতুর্থ শ্রেণির পরীক্ষা দিলেন ১০৫ বছরের ছাত্রী 'ভাগীরথি আম্মা'

-বয়স ১০৫। তবু পড়াশোনার প্রতি আগ্রহ যায়নি তাঁর। পড়শোনার প্রতি আদম্য আগ্রহের কারণেই এই বয়সেও চতুর্থ শ্রেণির পরীক্ষায় বসতে চলেছেন কেরলের ভাগীরথি আম্মা।

Google Oneindia Bengali News

বয়স ১০৫। তবু পড়াশোনার প্রতি আগ্রহ যায়নি তাঁর। পড়শোনার প্রতি আদম্য আগ্রহের কারণেই এই বয়সেও চতুর্থ শ্রেণির পরীক্ষায় বসতে চলেছেন কেরলের ভাগীরথি আম্মা। কেরলের কোল্লাম জেলার পারাকুলামের বাসিন্দা তিনি। ৬ সন্তান আর ১৬ জন নাতিনাতনি নিয়ে ভরা সংসার বৃদ্ধার।

চতুর্থ শ্রেণির পরীক্ষা দিলেন ১০৫ বছরের ছাত্রী ভাগীরথি আম্মা

ভাগীরথি আম্মা যখন তৃতীয় শ্রেণিতে পড়তেন তখনই পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। ছোট ভাইবোনেদের দেখাশোনা করার জন্য পড়া ছাড়তে হয়েছিল তাঁকে। কিন্তু পড়াশোনা করার আগ্রহ কখনও কমেনি। কেরলের সাক্ষরতা অভিযানে উদ্যোগে সেই ইচ্ছে পূরণ হল ভাগীরথি আম্মার।

রবিবার থেকে শুরু হয়েছিল চতুর্থ শ্রেণির পরীক্ষা। শেষ মঙ্গলবার। তাতে সাফল্যের সঙ্গে পরীক্ষা দিয়েছেন ভাগীরথি আম্মা। কেরলের জেলা সাক্ষরতা অভিযানের জেলা কো-অর্ডিনেটর সিকে প্রদীপ কুমার জানিয়েছেন, ভাগীরথি আম্মার এই উদ্যোগ স্বাগত জানিয়ে বলেছেন, এতে সাক্ষরতা অভিযানের গুরুত্ব আরও বাড়বে।

English summary
105 year old given the fourth grade examination
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X