For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রেও পাল্টা চাল, ১০৫ জন বিজেপি বিধায়ক যোগাযোগ করছেন বলে দাবি কংগ্রেসের মন্ত্রী

মহারাষ্ট্রেও পাল্টা চাল, ১০৫ জন বিজেপি বিধায়ককে নিয়ে কী দাবি করলেন কংগ্রেসের মন্ত্রী

Google Oneindia Bengali News

রাজস্থানে যখন চাপ বাড়াচ্ছে বিজেপি, ঠিক তখনই মহারাষ্ট্রে বিজেপির উপর পাল্টা চাপ তৈরি করেছে কংগ্রেস শিবির। মন্ত্রী যশোমতী ঠাকুর দাবি করেছেন বিজেপির ১০৫ জন বিধায়ক নাকি কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেছেন। কারা কারা যোগাযোগ করেছেন তার নাম প্রকাশ করলে নাকি কেঁপে যাবে রাজ্য।

মহারাষ্ট্রে চাপে বিজেপি

মহারাষ্ট্রে চাপে বিজেপি

কংগ্রেসের গড় দখল করতে গিয়ে মহারাষ্ট্রে হাত ছাড়া হতে বসেছে বিজেপির একাধিক বিধায়ক। কংগ্রেস মন্ত্রী যশোমতী ঠাকুরের দাবি ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তিনি দাবি করেছেন বিজেপির প্রায় ১০৫ জন বিধায়ক কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেছে মহারাষ্ট্রে। এবং কারা যোগাযোগ করেছে তার নাম শুনলে কেঁপে যাবে বিজেপি শিবির।

ফড়নবীশকে কটাক্ষ

ফড়নবীশকে কটাক্ষ

কংগ্রেস নেত্রী যশোমতী ঠাকুর মহারাষ্ট্রের বিজেপি প্রধান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে কটাক্ষ করে বলেেছন, তাঁর চারপাশে এমন লোক রয়েছেন সকলেই বাইরের। এই মন্তব্যে কংগ্রেস নেত্রী বোঝাতে চেয়েছেন যাঁদের নিয়ে দেবেন্দ্র ফড়নবীশ মহারাষ্ট্রে বিজেপি শক্তি বাড়িয়েছেন তাঁরা সকলেই কংগ্রেস এবং এনসিপি ছেড়ে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কাজেই তাঁরা কেউ বিজেপির প্রতি একাত্ম নন।

নোংরা রাজনীতি করছে বিজেপি

নোংরা রাজনীতি করছে বিজেপি

অত্যন্ত ক্ষমতা লোভী বিজেপি। এমনই অভিযোগ করেছেন মহারাষ্ট্রের কংগ্রেস নেত্রী। মধ্য প্রদেশ ও কর্র্নাটকে কংগ্রেসের ভাঙন ধরিয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি এখন রাজস্থানকে টার্গেট করেছে। রাজস্থানে গেহলট সরকার ফেলতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি।

মহারাষ্ট্রে বিপাকে বিজেপি

মহারাষ্ট্রে বিপাকে বিজেপি

একাধিক রাজ্যে কংগ্রে ক্ষমতা দখলের লড়াই চালালেও মহারাষ্ট্রে কিন্তু অন্যরকম অবস্থানে রয়েছে বিজেপি। সেখানে বিজেপি বিধায়কদের মধ্যেই ক্ষোভ বাড়ছে। তাই এক প্রকার বিজেপিকে এই নিয়ে হুঁশিয়ারি দিয়ে রেখেছে কংগ্রেস।

তৃণমূলের বহিষ্কৃত নেতারা কি বিজেপি-সিপিএমমুখী! বড়সড় পরিকল্পনা একুশের আগেতৃণমূলের বহিষ্কৃত নেতারা কি বিজেপি-সিপিএমমুখী! বড়সড় পরিকল্পনা একুশের আগে

{quiz_230}

English summary
105 MLA of BJP contact with congress claimed congess minister in Maharashtra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X