For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আত্মনির্ভর হচ্ছে ভারত! আধাসামরিক বাহিনীর ক্যান্টিন থেকে সরানো হল ১০২৬টি আমদানিকৃত পণ্য

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের প্রকোপের জেরে দেশে দীর্ঘদিন ধরে চলছে লকডাউন। এই আবহে দেশের জনগণের উদ্দেশে বক্তব্য পেশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবেদন জানান, আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্য। এই কঠিন পরিস্থিতির মোকাবিলায় মোদীর দাওয়াই ছিল আত্মনির্ভরতারশিলতা। এবার সেই পথেই হাঁটা শুরু করল দেশের আধাসামরিক বাহিনীগুলি।

আত্মনির্ভর ভারত গড়ে তুলতে মোদীর বার্তা

আত্মনির্ভর ভারত গড়ে তুলতে মোদীর বার্তা

আত্মনির্ভর ভারত গড়ে তুলতে মোদীর কথা মতো শুধু মাত্র মেড ইন ইন্ডিয়া পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আধা-সামরিক বাহিনীর ক্যান্টিনগুলি। এই বিষয়ে টুইট করে আগেই সিদ্ধান্তটি জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই মতো এদিন ১০২৬টি পণ্য যা বিদেশ থেকে আমদানি করা হয়েছিল, তা সরিয়ে ফেলা হল সিএপিএফ ক্যান্টিন থেকে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশ

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশ

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট বার্তায় লিখেছিলেন, 'প্রধানমন্ত্রী মোদী দেশকে স্বনির্ভর হওয়ার এবং স্থানীয় পণ্য ব্যবহারের উপর জোর দেওয়ার জন্য আবেদন করেছিলেন। যা আগামী দিনে ভারতকে বিশ্বে দরবারে শীর্ষস্থানে নিয়ে যাবে। এই লক্ষ্যকে সামনে রেখেই স্বরাষ্ট্রমন্ত্রক স্থির করেছে দেশের সমস্ত সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স ক্যান্টিনগুলিতে শুধুমাত্র স্বদেশি পণ্যই বিক্রি করা হবে। এই নিয়ম কার্যকর হবে আগামী ১ জুন থেকে।'

ব্যবসায়িক খতিয়ান

ব্যবসায়িক খতিয়ান

অমিত শাহ এই সিদ্ধান্তের কথা জানিয়ে আশা প্রকাশ করেন, 'এই উদ্যোগের মাধ্যমে দেশের ১০ লক্ষ সিএপিএফ সদস্য এবং তাঁদের পরিবারের প্রায় ৫০ লক্ষ সদস্য স্বদেশি পণ্য ব্যবহার করবেন।' প্রসঙ্গত, আধা-সামরিক বাহিনীর ক্যান্টিনে বার্ষিক বিক্রি প্রায় ২,৮০০ কোটি টাকা।

মেক ইন ইন্ডিয়া

মেক ইন ইন্ডিয়া

দেশবাসীকে দেশজ সামগ্রির প্রতি আগ্রহ বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, 'নিজেদের প্রয়োজন মেটাতে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে জিনিস কিনুন। খাদি এবং হ্যান্ডলুমের জনপ্রিয়তা বাড়িয়ে তুলুন। কারণ এখন বিশ্বের যে ব্র্যান্ডগুলি জনপ্রিয় সেগুলিও একটা সময় স্থানীয় ছিল।'

<strong>ভারত-চিন সংঘাতে সিকিমে শহিদ ১৫৮ সেনা! ভাইরাল খবরের পিছনে আসল সত্যি কী?</strong>ভারত-চিন সংঘাতে সিকিমে শহিদ ১৫৮ সেনা! ভাইরাল খবরের পিছনে আসল সত্যি কী?

English summary
1026 imported products removed from capf canteen shelves as atmanirbhar bharat abhiyan starts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X