For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌তাবলিঘি জামাতের জন্য দেশে করোনা আক্রান্তের কেস বেড়েছে ১,০২৩টি, দাবি স্বাস্থ্য মন্ত্রকের

Google Oneindia Bengali News

দেশে প্রত্যেকদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মহামারি এই রোগে আক্রান্ত হয়েছে ৬০১ জন। ভারতে এখন করোনা আক্রান্তের সংখ্যা ২,৯০২ জন ও ৬৮ জন মারা গিয়েছে। শনিবার বিকেলে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

দেশে করোনা আক্রান্তের কেস বেড়েছে ১,০২৩টি


স্বাস্থ্য ও পরিবার কল্যাণের যুগ্ম সচিব লভ আগরওয়াল জানান, ১৭টি রাজ্যে তাবলিঘি জামাতের জন্য কোভিড–১৯ এ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,০২৩ (‌৩০ শতাংশ)‌। প্রসঙ্গত দিল্লির নিজামুদ্দিনে মার্চ মাসের মাঝামাঝি সময়ে একটি ধর্মীয় সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে কমপক্ষে দুই থেকে আড়াই হাজার মানুষ উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, শহরের একটি ঘিঞ্জি এলাকায় একটি ছ’‌তলা ভবনে গাদাগাদি করে ছিলেন তাঁরা সকলে। এরপরই দেশের ভিভিন্ন রাজ্য থেকে এই নিজামুদ্দিন যোগ বেড়োতে শুরু করে ও তার সঙ্গে করোনার রোগীও বাড়তে থাকে।

সরকারি ভাবে জানা গিয়েছে, ০–২০ বছরের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৯ শতাংশ, ২১–৪০ বছরের মধ্যে ৪২ শতাংশ। ৩৩ শতাংশ কোভিড–১৯–এর কেস ৪১–৬০ বছর বয়সের মধ্যে ও ১৭ শতাংশ দেখা গিয়েছে ৬০ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে। অন্যান্য দেশের তুলনায় ভারতে কোরনা ভাইরাসের ঝুঁকি কম বলেই জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। যদিও স্বরাষ্ট্রমন্ত্রক থেকে বলা হয়েছে যে তাবলিঘি জামাতের ২২ হাজার সদস্যকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে।

English summary
601 cases of the deadly coronavirus in 24 hours, death toll 68, 1,023 cases of the COVID-19 virus related to the Tablighi Jamaat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X