For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাস্কহীন কুম্ভ হয়ে উঠতে পারে 'সুপারস্প্রেডার'! একদিনে করোনা আক্রান্ত ১০২ পূণ্যার্থী

Google Oneindia Bengali News

মানুষের ঢল কুম্ভের মেলায়৷ রাত জেগে গঙ্গায় পূণ্যস্নান সারলেন হাজার হাজার মানুষ৷ তবে অনেকেই কোভিড নিয়মকে বুড়ো আঙুল দেখানোয় নতুন করে উদ্বেগ বেড়েছে৷ বহু ভক্তের মুখে ছিল না মাস্ক, মানা হয়নি কোনও সামাজিক দূরত্ব বিধি৷ দেশজুড়ে যে ভাবে কোভিডের সংক্রমণ দিনদিন বাড়ছে, সেখানে কুম্ভ সুপার স্প্রেডারের কাজ করে কি না, তা নিয়ে চিন্তায় বিশেষজ্ঞরা৷ এদিকে ইতিমধ্যেই কুম্ভ মেলায় অংশ নেওয়া ১০২ জনের শরীরে করোনা সংক্রমণ মিলেছে। এর জেরে কুম্ভ নিয়ে চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে প্রশাসনের কপালে।

করোনা আক্রান্ত ১০২ পূণ্যার্থী

করোনা আক্রান্ত ১০২ পূণ্যার্থী

শাহী স্নানে যোগ দিতে কুম্ভের মেলায় কয়েক লাখ ভক্তের সমাগম হয়েছে ৷ যেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ম বিরোধী৷ তবে ভক্তদের অনেকে বলছেন, কোভিড রিপোর্ট নেগেটিভ হলে তবেই হরিদ্বারে প্রবেশ করতে দিচ্ছে প্রশাসন৷ কাজেই আর ভাইরাসের সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা নেই৷ তবে এরই মাঝে ১০২ জনের শরীরে করোনা সংক্রমণের খোঁজ মেলায় চিন্তায় স্থানীয় প্রশাসন।

করোনার সংক্রমণের গ্রাফ দেড় লক্ষের গণ্ডি পার হয়ে গিয়েছে

করোনার সংক্রমণের গ্রাফ দেড় লক্ষের গণ্ডি পার হয়ে গিয়েছে

উল্লেখ্য, সব রেকর্ড ছাপিয়ে এপ্রিলে করোনার সংক্রমণের গ্রাফ দেড় লাখ পার হয়ে গিয়েছে৷ দৈনিক সংক্রমণের নিরিখে সোমবার দেশের আক্রান্তের সংখ্যা সর্বাধিক৷ হিসেব বলছে , বিশ্বের প্রতি ছয় জন আক্রান্তের মধ্যে একজন ভারতীয়৷ করোনার এই বাড়বাড়ন্তের মধ্যেই ভোটের প্রচার থেকে কুম্ভমেলা, সব জায়গাতেই উপচে পড়ছে ভিড়৷

কুম্ভ মেলায় ১ মিলিয়ন মানুষের জনসমাগম

কুম্ভ মেলায় ১ মিলিয়ন মানুষের জনসমাগম

বিশেষজ্ঞদের মতে, গতবছর লকডাউনের পর দেশীয় অর্থনীতিকে চাঙ্গা করতে সব নিয়ম শিথিল করা হয়েছে৷ তাতে ধর্মীয় অনুষ্ঠান এবং নির্বাচনী প্রচারগুলিতে উপচে পড়া মানুষের ভিড় করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ আরও বাড়িয়ে দিচ্ছে৷ উত্তরাখণ্ডে হরিদ্বারের কুম্ভ মেলায় ১ মিলিয়ন মানুষের জনসমাগম সংক্রমণের সম্ভাবনা অনেকটা বাড়িয়ে দিচ্ছে৷

সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মানুষের কাছে আবেদন

সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মানুষের কাছে আবেদন

পুলিশ অফিসার সঞ্জয় গানজুয়াল রয়টারকে জানিয়েছেন, 'এখানে জনসমাগম বাড়ছে৷ পুলিশ ক্রমাগত সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মানুষের কাছে আবেদন করছে৷' অন্যদিকে, এই মাসে চারটি রাজ্যে নির্বাচন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী সমাবেশ করতে একাধিকবার পশ্চিমবঙ্গে প্রচার করেছেন।

English summary
102 pilgrims infected with Coronavirus in Haridwar as Kumbh might turn into super spreader event
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X